promotional_ad

নিজের চাওয়াতেই তিনে গিল

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

উইলিয়ামসনের ফ্যাব ফাইভে গিল-জয়সাওয়াল

১৮ এপ্রিল ২৫
অনুশীলনে কেন উইলিয়ামসন

আন্তর্জাতিক ক্রিকেট কিংবা আইপিএল, সবখানেই ব্যাট হাতে নজর কেড়েছেন শুভমান গিল। ক্যারিয়ারের শুরুটা যে রঙিন হয়েছে সেটা অন্তত বলার অপেক্ষা রাখে না। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে গিল যে সাফল্য পেয়েছেন তার সবকটিই পেয়েছেন ওপেনিংয়ে ব্যাটিং করে।


টেস্ট , ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, সবখানেই ইনিংসের গোড়াপত্তন করেন উদীয়মান এই তারকা ক্রিকেটার। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তিন নম্বরে খেলতে দেখা যাবে গিলকে। কোচ রাহুল দ্রাবিড় এবং টিম ম্যানেজেমেন্টের সঙ্গে আলোচনা করে নিজেই তিনে খেলার আগ্রহ প্রকাশ করেছেন।


সবশেষ এক দশকে ভারতীয় ক্রিকেটে তিন নম্বরে একটা নামই কেবল উচ্চারিত হয়েছে, তিনি চেতেশ্বর পূজারা। তবে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় প্রত্যাশা মেটাতে পারছেন না তিনি। যে কারণে তিন নম্বরে নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ভারতকে। সেখানেই সমাধান হয়ে এসেছেন গিল।


promotional_ad

ভারতের হয়ে ১৭ টেস্টে ৩০ ইনিংসে মাত্র একবারই তিনে ব্যাটিং করেছেন। ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ২১ রান করেছিলেন তিনি। এ ছাড়া যুব দলের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে তিনে খেলার অভিজ্ঞতা আছে গিলের। দুই ম্যাচের চার ইনিংসেই তিনে ব্যাটিং করেছেন তরুণ এই ব্যাটার।


আরো পড়ুন

ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার

১৯ এপ্রিল ২৫
কলকাতা নাইট রাইডার্সের এক্স অ্যাকাউন্ট থেকে

যেখানে দুই ম্যাচে করেছেন ১৭৪ রান। শুধু তাই নয় ভারতের ঘরোয়া ক্রিকেটে তিনে ব্যাটিং করার অভিজ্ঞতা আছে আগে থেকেই। সেই কারণেই হয়ত নতুন এই চ্যালেঞ্জটা নিতে যাচ্ছেন গিল। তার কাছেই অবশ্য ব্যাটিং পজিশনের কথা জানতে চেয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।


সেই কথোপথন সামনে এনে গিল বলেন, ‘তারা (টিম ম্যানেজমেন্ট) আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কোথায় ব্যাট করতে চাই, উত্তরে আমি তাদের বলেছিলাম যে, আমি ৩ নম্বর পজিশনটি চাই। এটি এমন একটি অবস্থান যেখানে আমি দৃঢ় হতে চাই।’


ওপেনিংয়ে ব্যাটিং করলেও বরাবরই নতুন বলে খেলতে হয়। টেস্টে নতুন বল খেলাটা বাড়তি একটা চ্যালেঞ্জ। কারণ সকালের শুরুর দিকে পেসাররা বাড়তি সুইং পেয়ে থাকেন। একটু ভুল হলেই সেটার খেসারত হিসেবে উইকেট বিলিয়ে দিয়ে আসতে হয়। গিল অবশ্য তিন এবং ওপেনিংয়ের মাঝে খুব বেশি পার্থক্য দেখছেন না।


গিল বলেন, ‘নতুন বল নিয়ে খেলা সবসময়ই ভালো, আমার নতুন বলের অভিজ্ঞতা আছে। আপনি যখন তিন নম্বরে ব্যাট করছেন, তখন সেটা (নতুন বলে খেলা) খুব একটা আলাদা নয়, যদিও কিছুটা পার্থক্য রয়েছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball