promotional_ad

ফিরলেন সালমা-মারুফা, ওয়ানডেতে নেই রুমানা-জাহানারা

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি বছর অনেক খেলা থাকার কারণে সবশেষ শ্রীলঙ্কা সফরে সালমা খাতুন, রুমানা আহমেদের মতো অভিজ্ঞদের বিশ্রাম দিয়েছিলেন তৎকালীন প্রধান নির্বাচক মনজুরুল ইসলাম। যা নিয়ে ব্যাপকহারে সমালোচনা হয়েছিল। আরও বেশি কয়েকটি অভিযোগের প্রেক্ষিতে শেষ পর্যন্ত চাকরি হারিয়েছেন মনজুরুল।


নতুন নির্বাচকরা দায়িত্ব নিতেই ওয়ানডে দলে ফিরেছেন অভিজ্ঞ সালমা, পরীক্ষিত পেসার মারুফদের। তবে শ্রীলঙ্কা সফরের মতো ঘরের মাঠে ভারতের বিপক্ষেও ওয়ানডে দলে জায়গা হয়নি রুমানার। ফিরেছেন শারমিন আক্তার সুপ্তাও।


promotional_ad

সবশেষ শ্রীলঙ্কা সফরে ডাক পাওয়া শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, সুলতানা খাতুনরা নিজেদের জায়গা ধরে রেখেছেন। শ্রীলঙ্কা সফর থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা ও অভিজ্ঞ পেসার জাহানারা আলম।


ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসির নারী চ্যাম্পিয়নশিপের অংশ। এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে একটিও জিততে পারেনি বাংলাদেশ। চারটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় চার পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে নিগার সুলতানা জ্যোতির দল।


বিপরীতে ৬ ম্যাচ খেলা ভারত ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে। আগামী ১৬ জুলাই মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুই ম্যাচ হবে ১৯ ও ২২ জুলাই। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।


বাংলাদেশের ওয়ানডে দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, ফারজানা হক পিংকি, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, লতা মণ্ডল, দিশা বিশ্বাস, মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, সুলতানা খাতুন, সালমা খাতুন, ফাহিমা খাতুন এবং শামিমা সুলতানা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball