রশিদ-মুজিবদের নিয়ে আলাদাভাবে ভাবছেন না সাকিব

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের হয়ে আরো ২ বছর খেলে অবসরে যেতে চান সাকিব
১৬ এপ্রিল ২৫
আফগানদের সঙ্গে টি-টোয়েন্টির রেকর্ডটা খুব একটা সুখকর নয় বাংলাদেশের। এর আগেও আফগানদের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল টাইগাররা। এদিকে মাত্র কদিন আগেই প্রথম বারের মত রশিদ খান- হাশমতউল্লাহ শহীদিদের কাছে ওয়ানডে সিরিজে পরাজিত হয় বাংলাদেশ। যেখানে ফজল হক ফারুকি, মুজিব-উর-রহমানদের বোলিং তোপে দাঁড়াতে পারেনি টাইগার ব্যাটাররা, সেখানে অধিনায়ক সাকিব আল হাসানের চিন্তাতেই নেই নির্দিষ্ট কোনও আফগান বোলার। বরঞ্চ নিজেদের পারফরম্যান্সে নজর দিচ্ছেন তিনি।
১৪ জুলাই থেকেই সিলেটে শুরু হতে যাচ্ছে দুই ম্যাচের টি-টোয়েন্টির সিরিজ, ক্রিকেটের এই সংস্করনে বরাবরের মতই ফেভারিট আফগানরা। একদিকে বিভিন্ন লিগে খেলা বিশ্বমানের বোলার, অন্যদিকে রয়েছে রহমানউল্লাহ গুরবাজের মত বিধ্বংসী ওপেনার। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই ব্যাট হাতে আগুন ঝরিয়েছেন আফগানদের টপ অর্ডার ব্যাটাররা। এদিকে আইসিসি র্যাঙ্কিংয়ের সেরা দুই বোলারও রয়েছে তাদের দলে। কিন্ত সংবাদ সম্মেলনে নির্ভীক সাকিব, তার চিন্তায় নেই আফগানরা।

মাঠে নিজেদের পরিকল্পনা নিয়ে টাইগার দলনেতা বলেন, 'কোনো সুনির্দিষ্ট ব্যক্তি বা কাউকে নিয়ে আমরা চিন্তা করছি না। আমাদের দলও কোনো একজন ব্যাটার বা বোলারের ওপর ভরসা করে নেই। আমরা চাই যেন আমরা দলীয়ভাবে পারফর্ম করি, যেটার মাধ্যমে যেন জয়লাভ করতে পারি। আমাদের তাড়না একইরকম রাখার চেষ্টা করব আমরা।'
বাংলাদেশে এমন গতিময় উইকেট আগে দেখেননি জিম্বাবুয়ের কোচ
১৩ ঘন্টা আগে
বাংলাদেশকে বোলিং এ সবচেয়ে বড় চ্যালেঞ্জ জানাবে আফগানিস্তানরা। ওয়ানডে সিরিজে টাইগারদের টপ অর্ডার ব্যাটারদের দাঁড়াতেই দেয়নি আফগান বোলাররা। মুজিবের লেগস্পিন ফাঁদ এবং ফারুকির পেস বোলিংয়ে ব্যর্থ হন লিটন দাস- নাজমুল হোসেন শান্তরা। প্রথম দুই ম্যাচে দলীয় স্কোরবোর্ডে দুইশ রানও উঠাতে পারেননি তারা। তবে সেটা নিয়েও সাকিবের কথায় চিন্তার কিছু দেখা যায়নি। প্রতিপক্ষকে নিয়ে মাঠের বাইরে চিন্তা করতে চান না বিশ্বসেরা এই অলরাউন্ডার।
প্রতিপক্ষকে নিয়ে মাঠেই ভাববেন বলে নিশ্চিত করেন বাংলাদেশের অধিনায়ক, 'আমরা কোনো একজন ক্রিকেটারকে নিয়ে কথা বলিনি, চিন্তাও করিনি। যে ব্যাটিং বা বোলিং করবে, সে তার জায়গা থেকে কী কী পরিস্থিতির মুখোমুখি হবে, সেগুলো নিয়ে আমি নিশ্চিত যে তারা ব্যক্তিগতভাবে কাজ করবে। এটা আসলে কাউকে বলার বিষয় নয় এবং করারও বিষয় নয়। যে পরিস্থিতিতে যে আসবে, তার দায়িত্ব কীভাবে সে দলের জন্য ভালো পারফর্ম করতে পারে।'
বিগত কয়েক বছরে ওয়ানডেতে ঘরের মাঠে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল বাংলাদেশ। ফলে টি-টোয়েন্টিতে দুর্দান্ত খেলা আফগানদের বিপক্ষে কি করতে যাচ্ছে টাইগাররা সেটাই দেখার পালা।