promotional_ad

বিশ্বকাপে ‘বড় বড় নম্বর’ চান সাকিব

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের হয়ে আরো ২ বছর খেলে অবসরে যেতে চান সাকিব

১৬ এপ্রিল ২৫
বাংলাদেশের হয়ে আরো ২ বছর খেলে অবসরে যেতে চান সাকিব, ফাইল ফটো

শেষবারের ওয়ানডে বিশ্বকাপ স্বপ্নের মতো ছিল সাকিব আল হাসানের। ব্যাটে-বলে নিজেকে বিশ্বসেরা হিসেবে প্রমাণ করেছিলেন তিনি। সময়ের বিবর্তনে আবারও আরেকটি বিশ্বকাপের দ্বারপ্রান্তে সাকিব। গত বিশ্বকাপ থেকে অনুপ্রেরণা নিয়ে এবারও সেই পথেই হাঁটতে চান বিশ্বসেরা এই অলরাউন্ডার।


২০১৯ সালের বিশ্বকাপে ব্যাট হাতে ৬০৬ রান করেছিলেন সাকিব। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তার আগে ছিলেন কেবল রোহিত শর্মা এবং ডেভিড ওয়ার্নার। বল হাতে সাকিব শিকার করেন ১১টি উইকেট।


এবার অবশ্য এসব নিয়ে খুব বেশি ভাবছেন না সাকিব। তবে 'বড়' অঙ্কের রান বা উইকেট অবশ্যই চান তিনি, 'ওরকম কোনো নম্বর নেই, যেটা আমি চাই। তবে বিশ্বকাপ এলে অবশ্যই চাই বড় বড় নম্বর যেন হয়।'


promotional_ad

বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। এ ছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিনটি ওয়ানডে খেলার কথা রয়েছে টাইগারদের। বিশ্বকাপে পা রাখার আগে এসব ম্যাচে দারুণ পারফর্ম করার লক্ষ্য সাকিবের।


আরো পড়ুন

বাংলাদেশে এমন গতিময় উইকেট আগে দেখেননি জিম্বাবুয়ের কোচ

১৩ ঘন্টা আগে
সংবাদ সম্মেলনে চার্ল ল্যাঙ্গাভেল্ট

তিনি আরও বলেন, 'লক্ষ্য আসলে জানি না…বিশ্বকাপ পর্যন্ত চেষ্টা করব যত বেশি অবদান রাখতে পারি এবং তখন পরের ধাপের পরিকল্পনা করতে পারব।'


ক্যারিয়ারে অসংখ্য অর্জনে নিজেকে রাঙানো সাকিব আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচে গড়েছেন অনন্য এক কীর্তি। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান ও ৬০০ উইকেটের ‘ডাবল’ পূরণ করেছেন তিনি।


নিজের অর্জিত মাইলফলক নিয়ে সাকিব আরও বলেন, 'যে কোনো মাইলফলকই অবশ্যই প্রেরণা জোগায়। এরকম কিছু হলে তো অবশ্যই নিজের কাছে ভালো লাগবে, আরও বেশি প্রেরণা কাজ করে ভালো করার জন্য। তবে আল্টিমেটলি কতটা ভালো লাগতে পারে, এটা হয়তো অবসরের পর বুঝতে পারব।'


'তবে আমি যেটা সবসময় বলে থাকি যে, দলের জন্য অবদান রাখতে চাই এবং যেহেতু দুটি দিক আমার আছে (ব্যাটিং ও বোলিং) এবং দুই দিকে অবদান রাখতে পেরেছি, এটা অবশ্যই আমার কাছে ভালো লাগার একটা জিনিস।'


ভারতের মাটিতে আসন্ন বিশ্বকাপ শুরু হবে আগামী ৫ অক্টোবর। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে, ১০ অক্টোবর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball