promotional_ad

ম্যানচেষ্টার টেস্টের জন্য ইংল্যান্ডের অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার

১৭ এপ্রিল ২৫
হ্যাম্পশায়ারের জার্সিতে কিথ বার্কার, ইসিবি

ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাশেজের চতুর্থ টেস্টের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। তৃতীয় টেস্টের মূল একাদশ থেকে বাদ পড়ে যাওয়া জেমস অ্যান্ডারসন এবং জশ টাং স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন। অর্থাৎ, হেডিংলি টেস্টের স্কোয়াড থেকে কোনো পরিবর্তনই আনেনি ইংল্যান্ড।


লর্ডস টেস্টের একাদশ থেকে হেডিংলিতে মোট তিনটি পরিবর্তন আনে ইংল্যান্ড। আর এই তিন ক্রিকেটারই বড় ভূমিকা রাখেন ইংল্যান্ডকে সিরিজে ফেরাতে। ১৫ মাস পর টেস্ট খেলতে নেমে সেই ম্যাচের দুই ইনিংসেই তিনটি করে উইকেট নেন ক্রিস ওকস।


এ ছাড়া ব্যাট হাতে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে আট নম্বরে নেমে খেলেন ৩২ রানের ম্যাচ জেতানো একটি ইনিংস। ইংল্যান্ডকে তিন উইকেটে জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি।


promotional_ad

চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফেরা মার্ক উড গতির তাণ্ডবে দুই ইনিংসে নেন শিকার সাত উইকেট। প্রথম ইনিংসেই পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। ব্যাট হাতে প্রথম ইনিংসে ৮ বলে ২৪ রানের দুর্দান্ত ক্যামিও খেলেন তিনি।


আরো পড়ুন

২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি

৮ এপ্রিল ২৫
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা উইল পুকোভস্কি, ফাইল ফটো

আর দ্বিতীয় ইনিংসে তার অপরাজিত ১৬ রানের ইনিংসে জয় পেয়ে যায় ইংল্যান্ড। ম্যান অব দা ম্যাচও নির্বাচিত হন তিনি। এ ছাড়া দ্বিতীয় ইনিংসে মারনাস ল্যাবুশেন ও স্টিভেন স্মিথের গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে বড় রকমের ধাক্কা দেন মঈন আলী।


এবার তাই স্কোয়াডে পরিবর্তনই আনেনি ইংল্যান্ড। ১৯ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে চতুর্থ টেস্ট। পাঁচ টেস্টের সিরিজটি এখন ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্ট চলার সময় অলি রবিনসনের ফিটনেস নিয়ে উদ্বেগ থাকলেও, তিনি স্কোয়াডে নিজের জায়গা ধরে রেখেছেন।


ম্যানচেষ্টার টেস্টের জন্য ইংল্যান্ড স্কোয়াড- বেন স্টোকস (অধিনায়ক), মঈন আলী, ওলি পোপ, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জো রুট, জিমি অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, অলি রবিনসন, ক্রিস ওকস, মার্ক উড ও জশ টাং।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball