ডমিনিকায় অশ্বিন-জাদেজার দাপট, প্রথম দিন ভারতের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার
১৯ এপ্রিল ২৫
ফরম্যাট বদলে গেলেও বদলায়নি ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য। বিশ্বকাপ বাছাইপর্বে নাস্তানাবুদ হওয়ার পর টেস্টে নতুন শুরুর বার্তা দিতে ব্যর্থ হয়েছে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল। নিজেদের মাঠে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুঁটিয়ে গেছে তারা। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারত বিনা উইকেটে ৮০ রান করেছে ভারত। প্রথম দিন শেষে আরও ৭০ রানে পিছিয়ে আছে রোহিত শর্মার দল।
ভারতের বোলিং মূল নায়ক রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের একাদশ থেকে বাদ পড়া এই স্পিনার ৬০ রান খরচায় নেন পাঁচ উইকেট। এ নিয়ে টেস্টে এক ইনিসে ৩৩ বার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। তৃতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন তিনি।

আরেক স্পিনার রবীন্দ্র জাদেজার শিকার তিন উইকেট। সকালে টস জিতে আগে ব্যাটিং নেন ব্র্যাথওয়েট। উইকেট বেশ মন্থর ছিল, স্পিন ধরে প্রথম দিনেই। মোহাম্মদ সিরাজ ও জয়দেব উনাদকাটের নতুন বলের চ্যালেঞ্জ উতরে যান দুই ক্যারিবিয়ান ওপেনার।
জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ
১৯ এপ্রিল ২৫
ক্যারিবিয়ান শিবিরে প্রথম আঘাত হানেন অশ্বিন। নিজের তৃতীয় ওভারেই জাদুকরি এক ডেলিভারিতে চন্দরপলকে বোকা বানান তিনি। মিডল স্টাম্পে পিচ করা ডেলিভারি টার্ন করে বাঁহাতি ব্যাটারের ব্যাটকে ফাঁকি দিয়ে ঢুকে যায় অফ স্টাম্পে।
আসা যাওয়ার মিছিলে যোগ দেন বাকিরাও। ৭৬ রানের মধ্যেই ৫ উইকেট হারায় স্বাগতিকরা। তারপর দলটিকে টেনে নেয়ার চেষ্টা করেন আলিক আথানেজ এবং জেসন হোল্ডার। যদিও অভিষেকের দিনে হাফ সেঞ্চুরি তুলতে পারেননি আথানেজ।
ব্যক্তিগত ৪৭ রানে থাকা অবস্থায় তাকে ফিরিয়েছেন অশ্বিন। ভারতীয় বোলারদের দাপটে সেরকম কোনও জুটিই গড়া হয়নি ক্যারিবিয়ানদের। শেষদিকে জেসন হোল্ডারের ১৮ এবং রাহকিম কর্নওয়ালের অপরাজিত ১৯ রানের সুবাদে দেড়শ স্পর্শ করে ক্যারিবিয়ানদের ইনিংস।
বোলিংয়ের পর ব্যাটিংয়ে নেমেও দাপট দেখায় ভারত। টেস্ট অভিষেকের দিনটিতে দারুণ সম্ভাবনার নিদর্শন রেখে ইয়াশভি জায়সাওয়াল অপরাজিত থাকেন স্ট্রোক সমৃদ্ধ ৪০ রান নিয়ে। ভারতের অধিনায়ক রোহিত অপরাজিত আছেন ৩০ রানে।