ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ‘ভয়ে’ ব্রুককে মিলিয়ন পাউন্ডের চুক্তির প্রস্তাব

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইলিয়ামসনের ফ্যাব ফাইভে গিল-জয়সাওয়াল
১৮ এপ্রিল ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কিংবা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট , এসব টুর্নামেন্ট মানেই যেন টাকার ঝনঝনানি। অল্প সময়ে তুলনামূলক অনেক বেশি টাকা আয়ের সুযোগ ভারতের আইপিএল কিংবা পিএসএল, বিগ ব্যাশের মতো টুর্নামেন্ট। কম পরিশ্রমে এত বেশি টাকা আয়ের সুযোগ হাত ছাড়া করছেন না ক্রিকেটাররা।
যে কারণে অনেক ক্রিকেটারই বয়স আর ফর্ম থাকলেও দ্রুতই বিদায় বলছেন জাতীয় দলকে। অনেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন কেন্দ্রীয় চুক্তি থেকে। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, জিমি নিশামরা হতে পারেন সেটার উদাহরণ। ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বিমুখ হওয়ায় বিপাকে পড়ছে বোর্ডগুলো।
বর্তমানে সময়ে ইংল্যান্ডের তিন সংস্করণেই খেলছেন হ্যারি ব্রুক। জাতীয় দলের মতো বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চাহিদা আছে তরুণ এই ব্যাটারের। বয়স একেবারে কম হওয়ায় এখনই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কাছে ব্রুককে হারাতে চাইছে না ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

নিজেদের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ব্রুককে কয়েক বছরের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দিচ্ছে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। ফ্র্যাঞ্চাইজি লিগের হুমকি থেকে ক্রিকেটারদের রক্ষা করতেই এমন পথে হাঁটার পরিকল্পনা করেছে তারা। চুক্তি অনুযায়ী বছরে এক মিলিয়ন পাউন্ডের বেশি বেতন পেতে পারেন ব্রুক।
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
ডেইলি মেইল জানিয়েছে, অক্টোবরে নতুন কেন্দ্রীয় চুক্তির পাশাপাশি ম্যাচ ফি বাড়ানোর সময় বোর্ডটি বেশ কয়েকজন খেলোয়াড়দের এমন চুক্তি দিতে যাচ্ছে। ইংল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় খেলোয়াড় হারানোর ঝুঁকি কমাতে, এমন চুক্তির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন।
যদিও ইসিবির আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, তবুও এমন সিদ্ধান্তকে বাস্তবায়ন করার প্রস্ততি নিচ্ছে তারা। যেখানে দেখা যেতে পারে বেন স্টোকস, জো রুট এবং জস বাটলারকেও এই চুক্তি গ্রহণে প্রস্তাব দেওয়া হবে। তবে এর জন্য তাদের কোনও রকম চাপ দেওয়া হবে না।
ইসিবির বর্তমান কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী মোট ৯ লাখ পাউন্ড পেয়ে থাকেন ক্রিকেটাররা। এর বাইরে সাড়ে ১৪ হাজার পাউন্ড টেস্ট ও সাড়ে ৪ হাজার পাউন্ড ওয়ানডেতে বাড়তি পেয়ে থাকেন প্রতি ম্যাচের জন্য। নতুন প্রস্তাবের ফলে তার সময়সূচিকে আরও সংক্ষিপ্ত করবে ইংলিশ ক্রিকেট বোর্ড।
যার ফলে ব্রুকের বেসিক বেতন বছরে এক মিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যাবে। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার অনুমতি দেওয়া হবে তাকে। চলতি বছরের শুরুতে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১১টি ম্যাচ খেলেছেন। যেখানে ১.৩ মিলিয়ন পাউন্ড উপার্জন করেছেন ব্রুক।
আইপিএল খেলার জন্য সবুজ সংকেত থাকলেও, থাকছে না অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ করার অনুমতি। বর্তমানে ব্রুকের কাছে ৬৬ হাজার পাউন্ড বৃদ্বি করার একটি চুক্তি রয়েছে, কারণ গত বছর চুক্তিগুলো চূড়ান্ত হওয়ার সময় তিনি মাত্র একটি টেস্ট খেলেছিল। কিন্তু এরপর থেকে দুর্দান্ত সময় পার করছেন এই ইংলিশ ক্রিকেটার।
যেখানে গত রবিবার হেডিংলি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৫ রান করেন, যেখানে দ্রুততম খেলোয়াড় হিসাবে ১ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেন। এদিকে ব্রুক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কতটা চাহিদা সম্পন্ন সেটার প্রমাণ মিলেছে গত এক বছরে।