promotional_ad

বেয়ারস্টো ও ক্যারিকে একসঙ্গে সৈকতে সময় কাটানোর পরামর্শ ল্যাঙ্গারের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার

১৭ এপ্রিল ২৫
হ্যাম্পশায়ারের জার্সিতে কিথ বার্কার, ইসিবি

লর্ডস টেস্টে বল ডেড ভেবে উইকেট ছেড়ে বেরিয়ে এসেছিলেন জনি বেয়ারস্ট। সেই সুযোগে তাকে স্ট্যাম্পিং করেছিলেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। এই ঘটনা সহজভাবে নিতে পারেনি ইংল্যান্ড সমর্থক এবং ক্রিকেটাররা। তবে ব্যাপারটা শুরু থেকেই স্বাভাবিকভাবে দেখছিল অজিরা।


এই ঘটনার পর ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম বলেছিলেন তাদের সঙ্গে দ্রুত বিয়ার খেতে যাবেন না। এবার  অস্ট্রেলিয়ার সাবেক প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার উল্টো বেয়ারস্টো ও ক্যারিকে একসঙ্গে সমুদ্র সৈকতে যেতে বলেছেন। তাহলে নাকি তাদের সম্পর্কে শিথিলতা আসবে।


promotional_ad

এ প্রসঙ্গে দ্য টেলিগ্রাফে নিজের কলামে ল্যাঙ্গার লিখেছেন, ‘অভিজ্ঞতা আমাকে বলে যে অ্যালেক্স কেরি এবং জনি বেয়ারস্টোর মতো খেলোয়াড়রা কোনো সৈকতে শুয়ে বা গলফের কয়েকটি গেম খেলে নিজেদের মধ্যে কিছুটা সময় কাটাতে পারেন। এটা তাদের মনকে শিথিল করবে, যা চাপ এড়িয়ে খেলায় মনোযোগী হতে সাহায্য করবে। কাকে বিশ্রাম দিতে হবে এবং কাকে খেলাতে হবে সেটা জানাও ম্যান ম্যানেজমেন্ট এবং কোচিংয়ের একটি অংশ।'


লম্বা সময় অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব সামলেছেন ল্যাঙ্গার। এ ছাড়াও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও পার্থ স্কর্চার্সের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন সাবেক এই অজি ব্যাটার। তাই কোন সমস্যার সমাধান কী সেটা ভালোই জানা আছে এই কোচের। ল্যাঙ্গার নিজেও এর পক্ষে যুক্তি দিয়েছেন।


তিনি বলেন, 'ম্যান ম্যানেজমেন্ট এবং কোচিংয়ের একটি শিল্প আছে, কে বিশ্রাম নেবে, কাকে খেলাতে হবে, কার গায়ে একটু হাত বুলাতে হবে, কাকে একটু ভালবাসা দিতে হবে। আমি নিশ্চিত যে উভয় দলই কিভাবে নিজেদের সেরা প্রস্তুতি নেওয়া যায়, সেটা নিয়ে চিন্তাভাবনা করবে। শেষ দুই টেস্টের জন্য তাদের এটা ঠিকঠাক করতে হবে।'  


অ্যাশেজের চতুর্থ টেস্ট ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে ১৯ জুলাই থেকে। তৃতীয় টেস্টের পর  দিনের ৯ লম্বা ছুটি পেয়েছে দল দুটি। ল্যাঙ্গারের পরামর্শ মেনে লম্বা এই ছুটিতে বেয়ারস্ট এবং ক্যারি নিজেদের সম্পর্ক শিথিলতা আনবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball