promotional_ad

৩ দিনে ৪ ম্যাচ, ৯ হাজার কিলোমিটার ভ্রমণ করবেন নারিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দৌলতে বর্তমান বিশ্বের অন্যতম ব্যস্ত ক্রিকেটার সুনীল নারিন। আইপিএল থেকে শুরু করে বিপিএল, বিগ ব্যাশ এমনকি নিজের দেশের সিপিএলেও পরিচিত মুখ এই ক্যারিবীয় স্পিনার। সেই ব্যস্ততার সুবাদেই এবার তাকে ৩ দিনে ৯ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে।


এই তিনদিনে (৭৫ ঘণ্টায়) তার খেলতে হবে চারটি ম্যাচ। যুক্তরাষ্ট্রের মেজর লিগের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলার কথা রয়েছে নারিনের। দলটির অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করতে দেখা যাবে তাকে। সেই সঙ্গে ভাইটালিটি ব্লাস্টের দল সারের সঙ্গেও চুক্তি রয়েছে তার।


promotional_ad

দুটি লিগই প্রায় একই সময় চলবে। এরই মধ্যে সারের হয়ে গ্রুপ পর্বের ১৪টি ও কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচে অংশ নিয়েছেন নারিন। ২০ উইকেট নিয়ে এখনও পর্যন্ত দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি এই স্পিনার। বেশ কয়েকটি ম্যাচে ব্যাট হাতেও দলের জন্য অবদান রেখেছেন তিনি।


গত শুক্রবার রাতে ম্যানচেস্টারে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন নারিন। বৃহস্পতিবার রাতে মেজর লিগের উদ্বোধনী ম্যাচে টেক্সাস সুপার কিংসের বিপক্ষে ডালাসে মাঠে নামবেন। এদিকে শনিবারে সকালেই সারের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে নারিনের।


কারণ এদিন সকালে ভাইটালিটি ব্লাস্টের সেমিফাইনাল স্থানীয় সময় দুপুর আড়াইটায় সমারসেটের বিপক্ষে মাঠে নামবে সারে। এই ম্যাচে জিতলে একই দিন সন্ধ্যায় হ্যাম্পাশায়ার বা এসেক্সের বিপক্ষে খেলবে দলটি। ফাইনালের পরই আবারও যুক্তরাষ্ট্রের বিমান ধরতে হবে নারিনের। কারণ রবিবার সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে এমআই নিউ ইয়র্কের বিপক্ষে খেলবে নারিনের লস অ্যাঞ্জেলস।


সারের অধিনায়ক ও নারিনের সতীর্থ ক্রিস জর্ডান মনে করেন নারিনের এই সূচি পরিবর্তন করাও সম্ভব হবে না এখন। তিনি বলেন, 'এটাই পরিকল্পনা। কারণ  তার ব্যক্তিগত সূচি খুবই জটিল। এটাই প্রমাণ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কোন অবস্থায় আছে। আমিও খেলার কারণে এই সম্পর্কে অবগত। এখানে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তবে যখন আপনি প্রতিজ্ঞাবদ্ধ, তখন সবকিছুই সহজ হয়ে যায়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball