promotional_ad

টি-টোয়েন্টি সিরিজেও খেলা হচ্ছে না ইবাদতের

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের সঙ্গে শেষ ওয়ানডের আগে দুঃসংবাদও শুনতে হলো বাংলাদেশকে। চোটের কারণে সিরিজের শেষ ওয়ানডেতে খেলা হচ্ছে না ইবাদত হোসেনের। তবে টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজম্যান্ট। 


বাম পায়ের পেশিতে টান লাগায় পর্যবেক্ষণে ছিলেন ইবাদত। আজ চোটের জায়গায় পরীক্ষা করা হয়। তবে ফলাফল হাতে পাওয়ার পর বিসিবির পক্ষ জানানো হয়েছে চটগ্রামে শেষ ওয়ানডেতে ও টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না ইবাদতের।



promotional_ad

এই বিষয়ে বিসিবির পাঠানো বিবৃতিতে বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেছেন, 'এমআরআই রিপোর্ট অনুযায়ী এটা গুরুতর কোনো চোট নয়। আশা করছি দুই সপ্তাহের মধ্যেই তিনি সেরে উঠবেন। তিনি দলের সঙ্গেই থাকবেন সেখানেই তিনি পুনর্বাসন শুরু করবেন।'


আফগানিস্তানের দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় বাম পায়ে চোট পান ইবাদত। বোলিং প্রান্তে আম্পায়ার গাজী সোহেলের কাঁধে ধাক্কা লাগায় রানআপ শেষ করতে পারেননি। উল্টো বাম পায়ের হাঁটুতে বাজেভাবে আঘাত পান ইবাদত।


এরপর আর বোলিং করা হয়নি ইবাদতের। ৯.২ ওভার বোলিং করে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। পরের ৪ বল করেন নাজমুল হোসেন শান্ত। 



১১ জুলাই চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৪ ও ১৬ জুলাই সিলেটে হবে টি-টোয়েন্টি সিরিজ। ইতোমধ্যে সিরিজের প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ হেরে বসেছে বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশের মিশন তাদের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball