promotional_ad

জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো মানে আপনি অভিজ্ঞ: জ্যোতি

সংগৃহীত
promotional_ad

১১ বছর পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে হোম অব ক্রিকেটে ফেরাটা সুখকর করতে পারেনি নিগার সুলতানা জ্যাতির দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের কাছে ৭ উইকেটে হারের স্বাদ পেয়েছে স্বাগতিকরা। ।


রবিবার আগে ব্যাট করে ভারতকে ১১৫ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে বড় কোন ঝুঁকি না নিয়েই হরমনপ্রীর কৌরের হাফ সেঞ্চুরিতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। স্মৃতি মানধানার ব্যাট থেকে আসে ৩৮ রান। বাংলাদেশের পক্ষে দুটি উইকেট নেন সুলতানা খাতুন। 


এদিকে আগে ব্যাট করে শুরুটা ভালো করলেও ব্যাটারদের দ্রুত বিদায় মাঝে বিপদেই পড়ে বাংলাদেশ। তবে মিডল অর্ডার ব্যাটার স্বর্ণা আকতার ৫ নম্বরে নেমে ২৮ বলে ২ ছক্কায় ২৮ রানের হার না মানা ইনিংসে দলীয় রান ১০০ পার হয় বাংলাদেশের। 


promotional_ad

এছাড়া দুই ওপেনার শামিমা সুলতানা (১৩ বলে ১৭), সাথি রানি (২৬ বলে ২২) সোবহানা মুস্তারির ব্যাট থেকে আসে (৩৩ বলে ২৩ রান)। তবে কেউ হাত খুলে খেলতেও পারেননি। আর সে কারণেই লড়াকু পুঁজি পায়নি বাংলাদেশ। তাই এমন অবস্থায় সংবাদ সম্মেলনে এসে নিগার সুলতানা জানালেন, ক্রিকেটারদের মাঝে ইনটেন্টের অভাব ছিল।


এ ছাড়া এই হারের জন্য অনবিজ্ঞতাকেও দায়ী করছেন না জ্যোতি। অধিনায়ক বিশ্বাস করেন, জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো মানেই যে কোন ক্রিকেটারই অভিজ্ঞ। জ্যোতি বলেন, 'আমার কাছে মনে হয় যে, ইন্টেন্টডের একটা অভাব ছিল। এক্সপেরিয়েন্স বলতে কি। যখন আপনি ন্যাশন্যাল টিমের জার্সি পড়ে নামবেন, তখন আপনি অবশ্যই এক্সপেরিয়েন্সড। তাই আপনাকে নামানো হচ্ছে। কারণ, আমরা কন্টিনিউয়াসলি প্রস্তুতি ম্যাচ খেলছি। হয়তো বা ইন্টারন্যাশন্যাল ম্যাচ খেলতেছি না। কিন্তু প্রস্তুতি ম্যাচ খেলতেছি।'


'আমাদের ওই সিচুয়েশনে কী করতে হবে সেটা বারবার কোচিং স্টাফরা প্র্যাকটিস করাচ্ছেন। কেন পারছিনা? ভেতর থেকে একটা বিষয় থাকেই। অনেক সময় ইন্ডিভিজুয়ারলি কিছু প্লেয়ারের প্রেশার কাজ করে। যখন দুই একটা বল ডট হয়ে যায়। সেটাকে ওভার কাম করতে আরও দুইটা বল ডট হয়ে যায়। সো এইভাবে হয়ে যাচ্ছে। যখন স্বর্ণা এই কাজটা করছে বা আন্ডার ১৯ খেলে আসছে, তাদের জন্য সেটা ঠিক আছে। তাদের জন্য ওকে। হয়তোবা উপর লেভেলের ক্রিকেটটা একটু খেলছে। বাট যারা রেগুলার বাংলাদেশের হয়ে খেলতেছে তাদের কাছ থেকে ব্যাটিং একটু হতাশ হবেই' আরও যোগ করেন। 


১১ বছর পর আবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজ শেষে ভারতের নারী দলের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজেও মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।


সেই তিন ম্যাচের সিরিজও শেরে বাংলা স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ১৯ এবং ২২ জুলাই একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball