promotional_ad

প্রথমবারের মত এশিয়ান গেমসে ভারত, খেলবেন না রোহিত-কোহলিরা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

১৬ রানে ৭ উইকেট হারিয়ে হারল কোহলিরা

২৪ মে ২৫
বল হাতে সানরাইজার্সের জয়ের নায়ক প্যাট কামিন্স, বিসিসিআই

চলতি বছরে চীনের হাংঝুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান গেমসের ১৯ তম আসর। যেখানে প্রথম বারের মত ভারতকে অংশগ্রহণ করার অনুমোদন দিয়েছেন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে আসরে ভারত খেললেও দেখা যাবে না কোনও বড় নাম। বিশ্বকাপের জন্য রোহিত শর্মা, বিরাট কোহলিদের মত তারকা ক্রিকেটারদের এই টুর্নামেন্টে দেখা যাবে না।


বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিল নারী ও পুরুষ ক্রিকেট দলের অংশগ্রহণের অনুমতি দিয়েছে। এর আগে এশিয়ান গেমসের মাত্র দু'টি আসরে ক্রিকেট খেলা হলেও, ভারতীয় ক্রিকেট দল সেখানে অংশগ্রহণ করেনি। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে পুরুষদের ক্রিকেট ইভেন্ট। যার কয়েকদিন পরই শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ।


promotional_ad

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে অক্টোবরের ৫ তারিখ, এমন সময়ে এশিয়ান গেমসে দল পাঠানো বেশ চ্যালেঞ্জের ছিল বলে জানান বিসিসিআইয়ের সদস্য সচিব জয় শাহ, 'ব্যস্ত সূচির মধ্যে এশিয়ান গেমসে দল পাঠানো বেশ চ্যালেঞ্জের ছিল, কিন্ত দেশের স্বার্থে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।'


আরো পড়ুন

বাবরের পছন্দের সেরা একাদশে রোহিত-সূর্যকুমার, নেই কোহলি

১৭ মে ২৫
রোহিত শর্মা, বাবর আজম, বিরাট কোহলি

এসময় তিনি এটাও পরিষ্কার জানিয়ে দেন, ওয়ানডেতে নিয়মিত মুখদের দেখা যাবেনা এই আসরে। জয় শাহ আরও বলেন, 'বিসিসিআই ২০২৩ সালের সেপ্টেম্বরে চীনের হাংঝুতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসে পুরুষ ও মহিলা উভয় দলকেই পাঠাবে। তবে, আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর সাথে এশিয়ান গেমসের সময়সূচীর মিলে যাওয়াতে, ক্রিকেটার নির্বাচনে বিবেচনা করতে হবে বিসিসিআইকে।'


শুক্রবার মুম্বাইয়ে অনুষ্ঠিত ১৯তম এপেক্স কাউন্সিলের এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সুতরাং বিশ্বকাপের খেলতে যাওয়া কোনও ক্রিকেটার এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারবে না। ফলে প্রথম বারের মত ভারতীয় ক্রিকেট দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করলেও দেখা যাবে না অধিনায়ক রোহিত, সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া, তারকা ক্রিকেটার কোহলি, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামিদের। তবে শেখর ধাওয়ানকে এই দলের অধিনায়কত্ব করতে দেখা যেতে পারে, তার সাথে দেখা যেতে পারে রিংকু সিং, জিতেশ শার্মা, মুকেশ কুমারদের।


এশিয়ান গেমসে এর আগে ২০১৪ সালে ক্রিকেট আয়োজিত হয়েছিল, সেই আসরে স্বর্ণ পদক জিতেছিল শ্রীলঙ্কা। ২০১০ সালে প্রথমবার ক্রিকেট ইভেন্ট শুরু করা হলে, সেই আসরে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ পদক নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball