promotional_ad

বাংলাদেশকে গুঁড়িয়ে সিরিজ আফগানিস্তানের

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশ ছাড়ার আগে ‘প্রাণ হারানো’র ভয়ে ছিলেন হাথুরুসিংহে

৫ ঘন্টা আগে
বাংলাদেশ ছাড়ার আগে ‘প্রাণ হারানো’র ভয়ে ছিলেন চান্দিকা হাথুরুসিংহে, ফাইল ফটো

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৪২ রানে হেরেছে বাংলাদেশ। আফগানদের ক্রয়া ৯ উইকেটে ৩৩১ রানের জবাবে ১৮৯ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। এই ম্যাচে জয়ের ফলে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৭ রানে হেরেছিল টাইগাররা।


বড় লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই আফগান বোলারদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় বাংলাদেশকে। ব্যক্তিগত ৮ রানে থাকা অবস্থায় মুজিবউর রহমানের বলে এলবিডব্লিউ হয়েছিলেন লিটন। এই টাইগার ওপেনার রিভিউ নিলে দেখা যায় বল পায়ে লাগার আগে ব্যাট খানিকটা স্পর্শ করে গেছে। যদিও থার্ড আম্পায়ার সেটা নিয়েও সন্দিহান ছিলেন। বেনিফিট অব ডাউট থেকেই তাকে আউট ঘোষণা করেন এই থার্ড আম্পায়ার।


জীবন পেয়েও বেশিদূর এগোতে পারেননি লিটন। তিনি ফজলহক ফারুকির বলে পুল করতে গিয়ে মিড উইকেটে মোহাম্মদ নবির হাতে ক্যাচ দেন। পরের ওভারে নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়েছে বাংলাদেশ। মুজিব উর রহমানের করা রিপারে বলের লাইন মিস করে বোল্ড হন শান্ত। তার ব্যাট থেকে এসেছে মাত্র ১ রান।


দ্রুত ২ উইকেট হারালেও একপ্রান্ত আগলে ছিলেন ২ বছর পর দলে ফেরা নাইম শেখ। ধীর গতির ইনিংস খেলে তিনি আউট হয়েছেন ২১ বলে ৯ রান করে। ফারুকির করা  শর্ট অফ লেংথে করা লাফিয়ে ওঠা বলে ক্রিজ ছেড়ে বেড়িয়ে আসতে গিয়ে খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হন নাইম।


এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন সাকিব আল হাসান। রশিদ খানের ফুলার লেন্থের গুগলিতে বিভ্রান্ত হয়ে ব্যক্তিগত ১৬ রানে আউট হয়ে যান হৃদয়। এর মধ্যে দিয়ে সাকিবের সঙ্গে তার ৪০ রানের জুটি ভাঙে। পরের ওভারেই মোহাম্মদ নবির বলে এলবিডব্লিউ হন ২৫ রান করা সাকিব।


এরপর উইকেটে এলেন আর গেলেন আফিফ হোসেনও। তিনি রশিদের গুগলিতে বিভ্রান্ত হয়ে সুইপ করতে গিয়ে স্লিপে নবির হাতে ক্যাচ দেন মাত্র ১ রান করে। সপ্তম উইকেটে বাংলাদেশের হাল ধরেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬২ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিক।


মিরাজের বিদায়ে ৮৭ রানের জুটি ভাঙে ষষ্ঠ উইকেটে মুশফিকের সঙ্গে। মুজিবের বলে মিরাজ স্লগ করে চক্কা মারতে গিয়ে টাইমিংয়ের গড়বড় করে লং অনে সীমানার কাছে ক্যাচ দেন রহমত শাহর হাতে। এর মধ্যে দিয়ে শেষ হয় তার ৪৮ বলে ২৫ রানের ইনিংস। এরপর হাসান মাহমুদকে এলবিডব্লিউ করেছেন মুজিব। তার ব্যাট থেকে আসে মাত্র ৪ রান। শেষ পর্যন্ত মুশফিক ৬৯ রান করে ফারুকির করা শর্ট বলে পুল করতে গিয়ে স্কয়ার লেগে মুজিবের হাতে ক্যাচ দিয়ে ফিরলে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায়। ইবাদত হোসেন পায়ের চোটের কারণে ব্যাটিংয়েই নামতে পারেননি।


promotional_ad

এর আগে নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল না থাকায় এদিন টস করতে নামেন লিটন। টসে জিতে এদিন আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। তিনি মুস্তাফিজুর রহমানকে দিয়ে বোলিং শুরু করেন। তবে সুবিধা করতে পারলেন না বাঁহাতি এই পেসার। আফগানিস্তানের দুই ওপেনারকে চ্যালেঞ্জ জানাতে পারেননি হাসান মাহমুদ-ইবাদত হোসেনরাও। তেমন কোন চ্যালেঞ্জের মুখে পড়তে না হওয়ায় আফগানদের দারুণ শুরু এনে রহমানউল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান।


আরো পড়ুন

আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির

১৪ মার্চ ২৫
আফগানিস্তান ও বাংলাদেশ দল

পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৬৭ রান তোলে সফরকারীরা। যদিও পাওয়ার প্লে শেষ হওয়ার আগে উইকেট পেতে পারতো বাংলাদেশ। সাকিব আল হাসানের বলে লং অনের উপর দিয়ে উড়িয়ে মেরেছিলেন ইব্রাহিম। খানিকটা দৌড়ে এসে ড্রাইভ দিলেও ক্যাচ লুফে নিতে পারেননি তাওহীদ হৃদয়। তাতে গুরবাজ ও ইব্রাহিম মিলে আফগানিস্তানকে শক্ত ভিত গড়ে দেন।


পাওয়ার প্লে শেষ হওয়ার পর রান তোলার গতি খানিকটা বাড়িয়ে দেয় আফগানিস্তান। যেখানে সফরকারীদের নেতৃত্ব দিয়েছেন গুরবাজ। এদিকে দারুণ ব্যাটিংয়ে ৪৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ডানহাতি এই ওপেনার। ১৩তম ওভারে সাকিবের দ্বিতীয় বলে চার মারার পরের বলে ছক্কা মেরে পঞ্চাশ ছুঁয়েছেন গুরবাজ। তাদের দুজনের কল্যাণে আফগানরা দলের রান একশ ছুঁয়েছে ১৪.২ ওভারে।


শুরুতে খানিকটা দ্রুত গতিতে রান তুললেও পরের দিকে সেটা একটু কমেছে। এদিকে উইকেটের জন্য হাহাকার যেন বেড়েই চলেছে বাংলাদেশের। ব্রেক থ্রু পেতে বারবার বোলিং পরিবর্তন করছেন অধিনায়ক লিটন। কখনও মেহেদি হাসান মিরাজ, ইবাদত কিংবা হাসান মাহমুদকে দিয়ে চেষ্টা করেছেন তিনি। তবুও উইকেটের দেখা পাচ্ছে না বাংলাদেশ।


দেখতে দেখতে আফগানিস্তানের দলীয় সংগ্রহ ১৫০ পার করে। আফগানিস্তানের ইতিহাসে ওপেনিংয়ে এতো বেশি রান আগে হয়নি। শুরু থেকে আগ্রাসী ভঙ্গিমায় খেলা গুরবাজ ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন। সেঞ্চুরির আগমুহূর্তে অবশ্য বেশ ধীরে সুস্থে খেলেন তিনি। সেঞ্চুরি পেয়েছেন একশ বলে।


সেঞ্চুরির পর আরও বেপরোয়া হয়ে ওঠেন গুরবাজ। প্রতি ওভারেই বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি। ব্যক্তিগত ১৪৫ রানে থাকা অবস্থায় তাকে থামিয়েছেন সাকিব। ফেরার আগে ১২৫ বলে ১৩টি চার এবং আটটি ছক্কায় ১৪৫ রান তোলেন গুরবাজ।


৩৭তম ওভারে সাকিবের করা শর্ট বলটি স্কয়ার লেগে পাঠাতে চেয়েছিলেন গুরবাজ। কিন্তু ব্যাটে বলই লাগাতে পারেননি তিনি। লেগ স্টাম্প বরাবর বল লাগে গুরবাজের পেছনের পায়ে। আম্পায়ার তাৎক্ষণিকভাবে আউট দিয়ে দেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি গুরবাজ।


তার ফেরার মধ্য দিয়ে আফগানিস্তানের ২৫৬ রানের রেকর্ড ওপেনিং জুটি ভাঙে। তারপর ব্যাটিংয়ে আসেন রহমত শাহ। কিন্তু পরের ওভারের প্রথম বলেই তাকে প্যাভিলিয়নে ফেরান ইবাদত। ইবাদতের করা শর্ট বলটি ডিপ ফাইন লেগে ক্যাচ তুলে দেন রহমত। সেখানে অসাধারণ একটি ক্যাচ লুফে নেন মুস্তাফিজুর রহমান।


সাত বলের বেশি টিকতে পারেননি অধিনায়ক হাশমতউল্লাহ শহীদিও (২)। তার অফ স্টাম্প ভেঙে দেন মেহেদী হাসান মিরাজ। ইনিংসের ৪৪তম ওভারে নাজিবউল্লাহ জাদরানকেও ফেরান মিরাজ। লং অনে ক্যাচটি লুফে নেন লিটন। ইনিংসের ৪৬তম ওভারে সেঞ্চুরি তুলে নেন পুরো ইনিংসের শুরু থেকে ধৈর্যশীল হয়ে ব্যাট চালানো ইব্রাহিম।


১১৮ বলে সেঞ্চুরির ছোঁয়া পান তিনি। সেঞ্চুরির পর তাকে ফেরান মুস্তাফিজুর রহমান। মিড উইকেটে ক্যাচটি লুফে নেন নাজমুল হোসেন শান্ত। শেষদিকে মোহাম্মদ নবির ১৫ বলে অপরাজিত ২৫ রানের ইনিংসে লড়াই করার মতো পুঁজি পায় আফগানরা। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন মুস্তাফিজ, সাকিব এবং হাসান।


সংক্ষিপ্ত স্কোর:


আফগানিস্তান- ৩৩১/৯ (৫০ ওভার) (গুরবাজ ১৪৫, ইব্রাহিম ১০০; সাকিব ২/৫০)


বাংলাদেশ- ১৮৯/১০ (৪৩.২ ওভার) (সাকিব ২৫, মিরাজ ২৫, মুশফিক ৬৯; ফারুকি ৩/২২, মুজিব ৩/৪০)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball