টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন নাভিন, বদলি মাসুদ

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ওয়ানডে দলে না থাকলেও টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন নাভিন উল হক। তবে হাঁটুর চোটে বাংলাদেশের বিপক্ষে ২০ ওভারের ক্রিকেট খেলা হচ্ছে না ডানহাতি এই পেসার। তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন নিজাত মাসুদ।
লম্বা সময় ধরেই আফগানিস্তানের ওয়ানডে দলে নেই নাভিন। আফগানদের হয়ে সবশেষ ৫০ ওভারের ম্যাচ খেলেছেন ২০২১ সালের জানুয়ারিতে। মাঝে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নেয়ার জন্য বছরখানেক আগেই ওয়ানডে ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ডানহাতি এই পেসার।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেলেও এখন অবদি টি-টোয়েন্টি খেলা হয়নি নাভিনের। কদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষেও ছিলেন না তিনি। জায়গা হয়নি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। তবে মাস দেড়েক আগে আইপিএল মাতিয়ে আসা নাভিনকে টি-টোয়েন্টি দলে রেখেছিল এসিবি।

যদিও শেষ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে খেলা হচ্ছে না। হাঁটুর চোট থেকে সেরে উঠতে ইংল্যান্ড যাচ্ছেন ২৩ বছর বয়সি এই পেসার। যেখানে তার হাঁটুতে অস্ত্রোপচারও করানো হবে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগান বোর্ড।
নাভিনের বদলি হিসেবে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন মাসুদ। আফগানদের হয়ে ইতোমধ্যে তিনটি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন তিনি। তবে টি-টোয়েন্টি দলে জায়গা পেতে সবচেয়ে বড় প্রভাব হয়ত রেখে বাংলাদেশে তার টেস্ট পারফরম্যান্স।
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে বড় ব্যবধানে হারলেও বল হাতে উজ্জ্বল ছিলেন মাসুদ। অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে ৭৯ রানে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েছিলেন ডানহাতি এই পেসার। তাতে বাংলাদেশের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার সুযোগও মিলল তার।