তামিম খুব ভালো মানুষ, জানি না তার সঙ্গে কী হচ্ছে : শহীদি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ছাড়ার আগে ‘প্রাণ হারানো’র ভয়ে ছিলেন হাথুরুসিংহে
৫ ঘন্টা আগে
ওয়ানডে সিরিজ শুরুর আগে তামিম ইকবালকে নিয়ে ট্রফি উন্মোচন করেছেন হাসমতউল্লাহ শহীদি। প্রথম ওয়ানডের পর হঠাৎ করেই বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশ অধিনায়ক তামিম।
টাইগার ওপেনারের এমন আকস্মিক সিদ্ধান্তে অবাক হয়েছেন শহীদি। দ্বিতীয় ওয়ানডের আগে এই আফগান ব্যাটার জানিয়েছেন সবার মতো তারাও তামিমের সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন। তামিমের প্রশংসাও করেছেন আফগান অধিনায়ক।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি জানি না তার সঙ্গে কী হচ্ছে। আমরা আমাদের নিয়েই ভাবছি। কিন্তু এটা বলতে পারেন, তার খবরটা সবার জন্যই অবাক করার মতো ছিল। সে খুবই ভালো মানুষ। খুবই দয়ালু। আমি তাকে অনেক সম্মান করি।’
আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির
১৪ মার্চ ২৫
তামিমের না থাকা আফগানিস্তানের জন্য যে ভালো হয়েছে সেটা গোপন করেননি শহীদি। তিনি বলেছেন, ‘সে বাংলাদেশ দলের শীর্ষ ক্রিকেটার। সে অভিজ্ঞ ক্রিকেটার, অধিনায়ক। দীর্ঘদিন সে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। তার না থাকাটা আমাদের সুবিধা হবে।’
এরই মধ্যে প্রথম ওয়ানডেতে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৭ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে জিতেই তারা সিরিজ নিশ্চিত করতে হয়। সিরিজ জয় নিশ্চিত করতে যেকোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে প্রস্তুত তারা।
শহীদি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে তাদের মাটিতে খেলা সহজ নয়। কিন্তু আমরা প্রথম ম্যাচ জেতায় দলের আত্মবিশ্বাস এখন খুবই ভালো। ড্রেসিংরুমে সবাই সিরিজের পরের ম্যাচের জন্য উন্মুখ হয়ে আছে। আমরা যেন এখান থেকে সিরিজটা জিততে পারি, সে চেষ্টা করব। আমরা জানি, ওরা আমাদের হারানোর জন্য সব চেষ্টা করবে। আমরাও সব ধরনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’