ক্যাচ মিস একটি ভাইরাসের মতো: নাসের হোসাইন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
হেডিংলিতে অ্যাশেজের তৃতীয় টেস্টে একের পর এক সুযোগ হাতছাড়া করেছে ইংল্যান্ড। ইংলিশ ফিল্ডারদের এমন খামখেয়ালীতে ক্ষুব্ধ হয়েছেন দলটির সাবেক অধিনায়ক নাসের হোসাইন। তিনি মনে করেন ক্যাচগুলো নিতে পারলে আরও আগেই অল আউট করা যেত অস্ট্রেলিয়াকে।
ইংল্যান্ডের বাজে ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে প্রথম ইনিংসে ২৬৩ রান তুলতে সক্ষম হয় অজিরা। এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে প্যাট কামিন্সের ক্যাচ মিস করে হাত থেকে ম্যাচটাই ফেলে দিয়েছিলেন বেন স্টোকস। প্রথম ম্যাচে এমন জয়ের পর দ্বিতীয় টেস্টেও দুর্দান্ত খেলতে থাকা স্টোকসকে ক্যাচ আউট করে জয়ের দেখা পায় অজিরা।
গতকাল ম্যাচের শুরু থেকেই বিপর্যয়ে পরেছিল অজি ব্যাটাররা, স্টুয়ার্ট ব্রড, মার্ক উডদের তাণ্ডবে ৮৫ রানেই চার উইকেট হারিয়ে বসে কামিন্সরা। এরপর ১৫৫ রানের বিশাল জুটি গড়েন মিচেল মার্শ এবং ট্র্যাভিস হেড। দ্রুত গতিতে শতকের দেখা পাওয়া মার্শ মাত্র ১২ রানে থাকতে একবার জীবন পান!

জো রুট ক্যাচ ফেলার পর ১১৮ রানে এই অজি ব্যাটারের রানের চাকা থামে। এদিকে উইকেটের পেছনে জনি বেয়ারস্টো ফেলেছেন হেডের ক্যাচ। মাঠে এমন ফিল্ডিংয়ে বেজায় চটেছেন নাসের। তিনি মনে করেন ক্যাচ মিস করা ভাইরাসের মতো।
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক স্কাই স্পোর্টস ক্রিকেটে বলেছেন,'ম্যাচে ক্যাচ মিস করা একটি ভাইরাসের মতো, যা সমগ্র দলের মধ্যে ছড়িয়ে পড়ে। আমি শুধুমাত্র একটি দিনের কথা বলছি না, এটা একটি সিরিজের কথা। আপনি এটি হারাবেন, যদি আপনার হাত শক্ত (ক্যাচ ধরার ক্ষেত্রে) থাকে।'
সাবেক এই ইংলিশ ব্যাটার বিশ্বাস করেন যে, ম্যাচে এমন নষ্ট সুযোগগুলো সিরিজের স্কোরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এসময় তিনি নিজের সাথে খেলা সর্বশ্রেষ্ঠ ক্যাচারদের কথা উল্লেখ করেন নাসের। তার চোখে বিশ্বসেরা এই ক্যাচার হলেন মার্ক ওয়াহ ও নিক নাইট।
তাদের নাম নিয়ে নাসের বলেন, 'আমি যেসব সর্বশ্রেষ্ঠ ক্যাচারদের সাথে খেলেছি তারা হলেন মার্ক ওয়াহ এবং নিক নাইট, এবং তাদের হাত নরম ছিল। বেয়ারস্টোর জানা দরকার এই ক্যাচগুলো তার ধরা উচিৎ, রুটের ক্ষেত্রেও ব্যাপাটা একই, এগুলা সহজ সুযোগ ছিলও। কিন্ত এখন এখন এটি ছড়িয়ে পড়ছে একটি ভাইরাসের মতো।'
এসময় সিরিজে ইংল্যান্ডের পিছিয়ে পরার কারণ ব্যাখ্যা করে নাসের বলেন, 'মাঠে বল নিয়ে আপনি ভাবছেন, বলটা যেন আমার কাছে না আসে, আমার কাছে না আসে, যেখানে আপনার চাওয়া উচিত মাঠের প্রতিটি বল যেন আপনার কাছে আসে। ইংল্যান্ড জিতলে সবাই বলে বাজবলের কথা, আবার হারলেও সবাই বলে বাজবলের কথা, কিন্ত সিরিজে ২-০ তে তাদের পিছিয়ে পরার কারণ মাঠে তাদের এমন ভুল।'