promotional_ad

পাকিস্তানের প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব পেলেন হাফিজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


একদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন জাকা আশরাফ। এবার পিসিবির এই শীর্ষ কর্তা মোহাম্মদ হাফিজকে জাতীয় দলের প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব দিয়েছেন।


সেই সঙ্গে জাতীয় অ্যাকাডেমীর গুরুত্বপূর্ণ পদের জন্য সাবেক এই পাকিস্তানি ক্রিকেটারকে বিবেচনা করা হচ্ছে। বৃহস্পতিবার জাকা আশরাফের সঙ্গে হাফিজের বৈঠক হয়েছে। সেখানেই এসব নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। এমনটাই জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।


promotional_ad

এমন প্রস্তাব পাওয়ার পর হাফিজ নতুন ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যদিও এই দায়িত্ব নেয়ার আগে তিনি পরিবার ও বন্ধু পরিজনদের সঙ্গে কথা বলতে চান। এরপরই নিজের মতামত জানাবেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার। 


তাৎক্ষণিক পিসিবির সঙ্গে যুক্ত না হলেও হাফিজ জানিয়েছেন, তিনি সুযোগ পেলে পিসিবিতে সংস্কার আনতে নিরলসভাবে কাজ করবেন। পাকিস্তানের ক্রিকেটের সেবা করা তার জন্য দারুণ সম্মানের বলেও উল্লেখ্য করেছেন তিনি।


কদিন আগেই পিসিবির ম্যানেজমেন্ট কমিটি থেকে পদত্যাগ করেছেন নাজাম শেঠি। তারই স্থলাভিষিক্ত হয়েছেন জাকা আশরাফ। এর ফলে প্রধান নির্বাচকের পদটাও খালি হয়ে গেছে। কদিন আগ পর্যন্ত প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন হারুনর রশিদ।


পাকিস্তানের গণমাধ্যমের মতে সাবেক ক্রিকেটারদের মধ্যে ইউনিস খান, মহসিন খান ও সেলিম ইউসুফকে পিসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের জন্য বিবেচনা করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে পিসিবি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball