promotional_ad

পাপনের চোখে তামিমের অবসর অপ্রত্যাশিত ও আবেগী সিদ্ধান্ত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বৃহস্পতিবার দুপুর নাগাদ চট্টগ্রামে সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে তামিম ইকবাল। যদিও সন্ধ্যা পর্যন্ত এই ইস্যুতে বোর্ড থেকে কেউ কোনো প্রতিক্রিয়া দেখাননি। পরে জানা যায় রাতে জরুরি সভায় বসবেন ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্তারা। 


এরপর রাজধানীর একটি হোটেলে রাত দ???টা নাগাদ শুরু হয় মিটিং। অবশ্য সে মিটিং হয় দুই ঘণ্টাব্যাপী। এরপর দিবাগত রাত ১২টার কিছুক্ষণ পরেই গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুরুতেই তামিমের আচমকা এমন সিদ্ধান্তকে বললেন অপ্রত্যাশিত।


promotional_ad

আলোচনার এক পর্যায়ে তামিমের এই সিদ্ধান্তকে আবেগীও আখ্যায়িত করেন বোর্ড প্রেসিডেন্ট। বোর্ড প্রেসিডেন্টের ভাষ্যমতে, 'প্রশ্নই উঠে না। আপনার কী কারও মনে হয় এই হঠাৎ করে এশিয়া কাপ বা বিশ্বকাপের আগে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব। কী ধরনের কথা বলছেন আপনারা। আমার ধারণা এটা আবেগী সিদ্ধান্ত হয়েছে।'


'যদিও সে বলেছে এক-দুদিন নয়, বেশ কিছুদিন ধরে চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তটা নিয়েছে, ভেবে ও পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছে। কিছু একটা ফ্যাক্টর তো আছেই। যদি জানতে পারি তাহলে ক্রিকেট বোর্ডের জন্য ভালো। সঙ্গে সঙ্গে এটাও আশা করি। ওকে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকার আমাদের ওডিআই দলে। যদি ও সিদ্ধান্ত বদলায়, আমরা খুশি হবো।'


এমনকি তামিম বিসিবি সভাপতি পাপনকে বলেছিলেন বিশ্বকাপ ছাড়াও পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অধিনায়ক থাকবেন। তাই তামিমের অবসরকে অপ্রত্যাশিত আখ্যা দিয়ে পাপন বলেন,  'আমাদের জন্য একেবারেই...অবাক হয়েছি, অপ্রত্যাশিত ছিল। ম্যাচের তিনদিন আগেই তামিমের সঙ্গে কথা হয়েছে। গতকাল ম্যাচ শুরুর আগেও কথা হয়েছে। আমার পক্ষে বোঝার কোনো উপায় ছিল না যে এমন সিদ্ধান্ত আসতে যাচ্ছে।'


'পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত থাকবে সে বলেছিল। এছাড়া মাশরাফি, সাকিব, তামিম, রিয়াদ, মুশফিক এই সিনিয়র পাঁচজন ক্রিকেটার না থাকলে এই জায়গায় বাংলাদেশ আসতো না। আমি সবসময় বলেছি আমাদের বেস্ট ওপেনার তামিম। বেস্ট ব্যাটার মুশফিক। বেস্ট খেলোয়াড় সাকিব। সবসময় বলেছি আমি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball