লিডসে ১৩ উইকেটের পতন, অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের দিন ভাগাভাগি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
লিডসে শুরু হয়েছে অ্যাশেজের তৃতীয় টেস্ট। প্রথম দিনই রাজত্ব শুরু করেছেন বোলারা। এদিন দুই দলের মোট ১৩টি উইকেটের পতন হয়েছে। এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে অজিরা।
শেষ পর্যন্ত তারা অল আউট হয়েছে ২৬৩ রানে। জবাবে ব্যাট করতে নেমে স্বস্তিতে নেই ইংল্যান্ডও। তারা ৩ উইকেটে ৬৮ রান করে দিন শেষ করেছে। ১৯ রান করে জো রুট ও ১ রান করে জনি বেয়ারস্টো অপরাজিত আছেন। অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেয়ার পর ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি ইংলিশরা।

তারা দলীয় ২২ রানের মধ্যে হারায় বেন ডাকেট ও হ্যারি ব্রুকের উইকেট। প্যাট কামিন্সের ব্যাক অব দ্য লেন্থ ডেলিভারিতে ব্যাক ফুট ড্রাইভ খেলতে গিয়ে উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দেন ডাকেট। আর ব্রুক সেই কামিন্সের বলেই স্লিপে ক্যাচ দিয়েছেন স্মিথের হাতে।
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
এরপর জ্যাক ক্রলি জো রুটকে নিয়ে ইংল্যান্ডের বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। যদিও তাকে থিতু হতে দেননি মিচেল মার্শ। ৩৩ রান করে ফিরতে হয় তাকে। এরপর রুট ও বেয়ারস্টো মিলে বাকি সময়টা সামাল দেন।
দলীয় ৪ রানেই তারা হারায় ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেট। ৪২ রানে ফিরে যান আরেক ওপেনার উসমান খাওয়াজাও। তার ব্যাট থেকে আসে মাত্র ১৩ রান। মধ্যাহ্নভোজের বিরতির আগে আরও দুই উইকেট হারায় অজিরা। মার্নাস ল্যাবুশেন ২১ ও স্টিভেন স্মিথ ২২ রান করে বিদায় নেন।
বিরতির পর অজিদের ইনিংস টানেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ। এক পাশ আগলে রেখে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন মার্শ। এই দুজনে মিলে ১৮৫ রানের জুটি গড়েন। মার্শ সেঞ্চুরি তুলে নিয়ে ১১৮ বলে ১১৮ রানের ইনিংস খেলে আউট হন। তার ইনিংস সাজানো ছিল ৪টি ছক্কা ও ১৭টি চারে।
এই অভিজ্ঞ ব্যাটার ফেরার পর তাসের ঘরর মতো ভেঙে পড়ে অজিদের ব্যাটিং লাইনআপ। হেড আউট হয়েছেন ৩৯ রান করে। টড মার্ফির ১৩ ছাড়া নিচের দিকের আর কোনো ব্যাটার দুই অঙ্কেই পৌঁছাতে পারেননি। ইংল্যান্ডের হয়ে একাই ৫ উইকেট নিয়েছেন মার্ক উড। ৩টি উইকেট পান ক্রিস ওকস আর স্টুয়ার্ড ব্রডের ঝুলিতে গেছে ২ উইকেট।