promotional_ad

বিশ্বকাপের জন্য দ্য হান্ড্রেডে খেলা হচ্ছে না ম্যাক্সওয়েল-মার্শের

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘ম্যাক্সওয়েল-লিভিংস্টোন কেবল ছুটি কাটাতে আইপিএলে আসে’

৪ ঘন্টা আগে
গ্লেন ম্যাক্সওয়েল (বামে) ও লিয়াম লিভিংস্টোন (ডানে)

বিশ্বকাপের মাস দুয়েক আগে ইংল্যান্ডে পর্দা উঠবে দ্য হান্ড্রেডের এবারের আসরের। ওয়ানডে বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ইনজুরি মুক্ত ও সতেজ রাখতে ১০০ বলের এই টুর্নামেন্ট থেকে গ্লেন ম্যাক্সওয়েল এবং মিচেল মার্শের নাম সরিয়ে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।


আগামী ১ আগষ্ট থেকে শুরু হতে যাওয়া দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে খেলার কথা ছিল ম্যাক্সওয়েল ও মার্শের। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে ট্রেভর বেলিসের অধীনে খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার তারকা এই দুই ক্রিকেটারের।


চলতি বছরের অক্টোবর থেকে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। এদিকে পরের বছর ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ। যেখানে অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ দুই সদস্য মার্শ ও ম্যাক্সওয়েল। তাদের দুজনের সঙ্গে আলোচনা করে তাই দ্য হান্ড্রেড থেকে নাম সরানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার বোর্ড।


promotional_ad

এ প্রসঙ্গে সিএ’র এক কর্মকর্তা ইএসক্রিকইনফোকে বলেন, ‘দুই ক্রিকেটারের সঙ্গেই আলোচনা হয়েছে এবং তারা সম্মতি দিয়েছে যে সামনে দুটি বিশ্বকাপসহ আমাদের অনেক খেলা আছে। শারিরীকভাবে তাদের সতেজ থাকা এবং বিশ্বকাপে তাদের সেরাটা পাওয়ার স্বার্থেই এমন সিদ্ধান্ত। তারা দুজনই কদিন আগে ইনজুরি থেকে ফিরেছে।’


আরো পড়ুন

অলরাউন্ডার মার্শ এখন আইপিএলে শুধুই ব্যাটার

১৩ মার্চ ২৫
আইপিএলের গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মিচেল মার্শ, ফাইল ছবি

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং লঙ্কা প্রিমিয়ার লিগের কারণে বিদেশি তারকা ক্রিকেটার পেতে বেগ পেতে হচ্ছে দ্য হান্ড্রেডকে। নিজেদের প্রথম দুই আসরেও পুরো টুর্নামেন্টের জন্য তারকা বিদেশি ক্রিকেটারদের পায়নি তারা।


চার সপ্তাহের এই টুর্নামেন্টে একজন ক্রিকেটার সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার পাউন্ড আয় করতে পারবেন। যেখানে মেজর লিগ ক্রিকেটে মাত্র দুই সপ্তাহে একই পরিমাণ টাকা আয় করা সম্ভব। এলপিএলের সঙ্গে সূচি সাংঘর্ষিক হওয়া নিজেকে সরিয়ে নিতে পারেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।


ওয়ারচেস্টারের হয়ে দারুণ বোলিং করা পাকিস্তানের উসামা মীরকে বিকল্প হিসেবে দলে নিতে পারে ম্যানচেস্টার অরিজিনালস। এদিকে নর্দার্ন সুপারচার্জারের হয়ে খেলার কথা ছিল মাইকেল ব্রেসওয়েলের। কিন্তু চোটের কারণে দ্য হান্ড্রেড খেলা হচ্ছে না তার।


নিউজিল্যান্ডের এই অলরাউন্ডারের বদলি হিসেবে দলে নেয়া হতে পারে ম্যাথু শর্টকে। যিনি কিনা কদিন আগে পাঞ্জাব কিংসের হয়ে আইপিএল খেলেছেন এবং সবশেষ বিগ ব্যাশে সবচেয়ে বেশি রান করেছিলেন। এদিকে সবকটি দলই ওয়াইল্ডকার্ড ড্রাফট থেকে দুজন করে ক্রিকেটার দলে নিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball