বয়সের কারণে উইকেট পাচ্ছি না এমনটা নয়: অ্যান্ডারসন

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাইটহুড পাচ্ছেন জেমস অ্যান্ডারসন
১২ এপ্রিল ২৫
ইংল্যান্ডের তো বটেই টেস্ট ক্রিকেটে সর্বকালের সেরা পেসারদের একজন জেমস অ্যান্ডারসন। বয়স চল্লিশ পেরিয়ে গেলেও বল হাতে আলো ছড়াচ্ছেন তিনি। তবে এবারের অ্যাশেজের বল হাতে একেবারে নিষ্প্রভ ডানহাতি এই পেসার। প্রত্যাশিত পারফর্ম করতে না পারায় সমালোচনা হচ্ছে অ্যান্ডারসনের বয়স নিয়ে। যদিও তিনি বলছেন বয়স বেড়ে যাওয়ার কারণে উইকেট পাচ্ছেন না ব্যাপারটা এমন নয়।
এজবাস্টনে দুই ইনিংসে বল হাতে ১০৯ রান দিয়ে মাত্র একটি উইকেট নিয়েছিলেন অ্যান্ডারসন। যেখানে ২ উইকেটে হারে ইংল্যান্ড। সেই ম্যাচের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠার পর উইকেটের দোষ দিয়েছিলেন ডানহাতি এই পেসার। উইকেটে পেসারদের জন্য কিছু ছিল না বলে মন্তব্য করেছিলেন তিনি।
বাজে পারফরম্যান্সের পরও লর্ডস টেস্টে ছিলেন অ্যান্ডারসন। সেই ম্যাচেও বলার মতো পারফর্ম করতে পারেননি অভিজ্ঞ এই পেসার। দুই ইনিংস মিলে ১১৭ রান খরচায় নিয়েছেন দুটি উইকেট। এরপর অ্যান্ডারসনকে ঘিরে সমালোচনা আরও খানিকটা প্রখর হয়েছে। চলতি মাসেই ৪১ বছরে পা দেবেন অ্যান্ডারসন।

অনেকের ধারণা বয়সের ছাপ পড়তে শুরু করেছে অ্যান্ডারসনের পারফরম্যান্সে। যদিও সেটা মানতে নারাজ তিনি। ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা এই পেসার টেলিগ্রাফে নিজের কলামে জানিয়েছেন, গত দুই টেস্টে তিনি খারাপ বল করেননি। তবে তিনি যে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন সেটা স্বীকার করেছেন।
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
টেলিগ্রাফে নিজের কলামে অ্যান্ডারসন লিখেছেন, ‘আমি সৎ থাকব। আপনি সবসময় বড় সিরিজে অবদান রাখতে চান এবং আমি এটা মনে করতে পারছি না সবশেষ ১০ বছরে টানা দুটি ম্যাচে এমন বাজে পারফর্ম করেছি।’
‘আমার মনে হয় আমি সবসময় কোনো না কোনো পর্যায়ে অবদান রেখেছি। কিন্তু আমার মনে হয় না আমি একেবারে খারাপ বোলিং করেছি। আমি কেবল মাত্র একটা বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যা আপনি অ্যাশেজে ঘটতে দিতে চাইবেন না। আমি বলছি যে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি কিন্তু এটা ১৮১ ম্যাচের মাঝে কেবল দুটি খেলা।’
সবশেষ নিউজিল্যান্ড সফরে দুটি ম্যাচে খেলেছিলেন অ্যান্ডারসন। যেখানে দুই টেস্টে নিয়েছিলেন ১০ উইকেট। এদিকে অনেকে অ্যান্ডারসনের অবসরের কথাও ভাবছেন। যদিও এখনই নিজের ভবিষ্যত নিয়ে ভাবছেন না ডানহাতি এই পেসার। বরং দলের জন্য অবদান রাখতে পরিশ্রম চালিয়ে যেতে চান তিনি।
অ্যান্ডারসন বলেন, ‘এটা একটা হাই প্রোফাইল সিরিজ। এখানে আপনি যখন স্পটলাইটে থাকবেন না তখন আপনাকে টার্গেট করে বলা সহজ সে ফুরিয়ে যাচ্ছে। কিন্তু আমি বয়সের কারণে উইকেট পাচ্ছি না ব্যাপারটা এমন নয়। আমি আমার ভবিষ্যত নিয়ে ভাবছি না।’
‘আমার ভবিষ্যত শুধু বৃহস্পিবার এবং পরের টেস্ট শুরু নিয়ে ভাবছে। আমি যেভাবে দেখছি সেটা অনেক দূরে। আমি যদি সুযোগ পাই তাহলে দলের প্রয়োজনে আমি আমার পারফরম্যান্স করবো। যদি সুযোগ না পাই তাহলে আমি পরিশ্রম করে যাবো এবং সিরিজের যেকোন পর্যায়ে ভূমিকা রাখার টেষ্টা করবো।’