সতীর্থদের কাছ থেকে ‘অন্যরকম’ সম্মান পেলেন ক্যারি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পিএসএলে বশ-ডাসেনের বদলি লিন্ডে-ক্যারি
২৪ মার্চ ২৫
লর্ডস টেস্টে জনি বেয়ারস্টোকে বিতর্কিত স্ট্যাম্পিং করেছেন অ্যালেক্স ক্যারি। ম্যাচ শেষ হওয়ার দুদিন পরও সেই উইকেটটি সহজ ভাবে নিতে পারছেন না ইংল্যান্ডের ক্রিকেটার এবং ভক্ত- সমর্থকরা। এ নিয়ে প্রতিদিনই চলছে সমালোচনা। ইংলিশরা ক্যারির এই চতুরতাকে 'কেলেঙ্কারি' হিসেবেই দেখছেন। তবে অজিরা এই উইকেটরক্ষকের উপস্থিত বুদ্ধিমত্তাকে সম্মান জানিয়ে, ক্যারিকে টেস্ট জয়ের পর দলের গানে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছেন।
অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ড পরাজিত হয়েছিল ৪৩ রানে। সফরকারীদের এমন জয়ে দারুণ ভূমিকা রাখেন উইকেটরক্ষক ক্যারি। তার উপস্থিত বুদ্ধিমত্তার জন্যই ইংলিশ ব্যাটার বেয়ারস্টোকে ক্রিজে সেট হওয়ার আগেই সাজঘরে ফেরানো সম্ভব হয়েছে। তবে তার এই চতুরতায় ক্রিকেটীয় চেতনার অভাব দেখছেন ইংল্যান্ডের কোচ থেকে শুরু করে, দলের ক্রিকেটার এবং ভক্তরা। তবে ক্যারির এমন কীর্তিতে অজিদের গলায় বইছে ভিন্ন সুর।

একদিকে ক্যারিকে ঘিরে ইংলিশ মিডিয়া জুড়ে চলছে নিন্দার স্লোগান, কিন্ত মুদ্রার উলটা পিঠের মতই অজিরা মেতে উঠেছেন উল্লাসে। সেই উল্লাসে অজিদের প্রথম পছন্দ 'আন্ডার দ্য সাউদার্ন ক্রস' গানটি। যেমনটা টাইগারদের জয়ের পর শুনা যায় 'আমরা করব জয়' গান। অজিদের এই গানে সুর তোলার জন্য একজন ক্রিকেটার নেতৃত্ব দিয়ে থাকেন। এবার সেই দায়িত্বই পেলেন ক্যারি, ব্যাপারটা সাধারণ মনে হলেও অজিদের জন্য বিষয়টি ঐতিহ্যের।
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
গানে নেতৃত্ব দেওয়ার ব্যাপারটি বেশ সম্মানের, যা ডেভিড বুনের পছন্দ থেকে ইয়ান হিলি, জাস্টিন ল্যাঙ্গার, মাইকেল হাসি এবং রিকি পন্টিং-এর মতো কিংবদন্তী ক্রিকেটাররা বছরের পর বছর এই সম্মানটি হস্তান্তর করে গেছেন। গত এক দশক যাবত এই ভূমিকা পালন করে আসছিলেন নাথান লায়ন, কিন্ত টানা একশত টেস্ট খেলার পর পায়ের চোটে সিরিজের বাকি ম্যাচগুলো আর খেলা হচ্ছে না এই স্পিনারের। ফলে দ্বিতীয় টেস্টে জয়ের জন্য দারুণ ভূমিকা রাখা ক্যারিকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
অজি স্পিনার লায়ন বলছেন এই দায়িত্বটা মর্যাদার এবং এটি গুরুত্বপূর্ণ, 'প্রথমবার যখন আমাকে এই সম্মাননা দেওয় হয়, তখন আমি এতটা নার্ভাস ছিলাম, এমন নার্ভাস আমি কখনই হইনি। এটি সত্যিই একটি দারুণ মুহূর্ত যখন মাইকেল হাসি আমাকে দলের গানে নেতৃত্ব দেওয়ার সম্মান দিয়েছিল। আমার মতে এই দায়িত্ব অধিনায়কত্ব পাওয়ার সমতুল্য।'
আগামী ৬ জুলাই থেকে হেডিংলিতে অ্যাশেজ সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে অস্ট্রেলিয়া। টানা দুই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৮ পয়েন্ট তোলার পাশাপাশি সিরিজে ২-০তে এগিয়ে আছে কামিন্সের দল।