নাইমকে একাদশে জায়গা দেয়ার ‘গ্যারান্টি’ দিচ্ছেন না তামিম

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
অধিনায়কত্বকে চাপ হিসেবে নিচ্ছেন না লিটন
৩ ঘন্টা আগে
এ বছর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চমৎকার পারফরম্যান্সে নির্বাচকদের নজর কাড়েন মোহাম্মদ নাইম শেখ। তবে শুধু নির্বাচকদেরই নয়, বাঁহাতি এই ব্যাটার নজর কেড়েছেন চান্দিকা হাথুরুসিংহেরও। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে এই ক্রিকেটারকে অন্তত একটি ম্যাচে খেলাতে চান বাংলাদেশের হেড কোচ। গতকালই জানিয়েছিলেন সেই কথা। যদিও পরদিনই তামিম ইকবাল জানিয়েছেন, একাদশে নাইমের জায়গা হওয়া পুরোপুরি নিশ্চিত নয়।
এখন পর্যন্ত মাত্র দুটি ওয়ানডে খেলা নাইম সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২১ সালের মে মাসে, শ্রীলঙ্কার বিপক্ষে। ওই দুই ম্যাচে এক ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেন কেবল এক রান। এরপরই বাদ পড়েন ওয়ানডে দলে থেকে।
এরপর প্রিমিয়ার লিগে অসাধারণ পারফরম্যান্স করে আবারও জাতীয় দলে ফেরেন নাইম। যদিও একাদশে তার নিশ্চয়তা দিচ্ছেন না তামিম। অবশ্য বিশ্বকাপের আগে সাইড বেঞ্চের শক্তি বাড়ানোর জন্য হলেও নাইম-আফিফ হোসেনদের ম্যাচ খেলানোর পক্ষে বাংলাদেশের অধিনায়ক।
তামিম বলেন, 'এই একটা সিরিজে আমরা চেষ্টা করব সবাইকে একটা হলেও সুযোগ দেওয়ার। তবে এটি গ্যারান্টি নেই (নিশ্চিত নয়) যে, এরকমই হবে। আমরা অবশ্য চেষ্টা করব, বিশ্বকাপের আগে তাকে (নাঈম) কিছু গেম টাইম দিতে। নেটে সে দারুণ ব্যাটিং করছে। তাকে খুবই ভালো মনে হচ্ছে। যদি ওই রকম সুযোগ আসে, আমরা অবশ্যই (সুযোগ দিতে) চেষ্টা করব। কারণ আমি কখনও মনে করি না যে, রিজার্ভে যারা আছে, ওরা সরাসরি কোনো একটা বড় ইভেন্টে ম্যাচ খেলুক। আমরা যদি তাদেরকে ২-৩টা ম্যাচও সুযোগ দিতে পারি, তাহলে এটি ওই ক্রিকেটারের জন্যও ভালো হবে।'

'আমাদের স্কোয়াডে দুইজন (বাড়তি) ব্যাটসম্যান আছে- আফিফও কিন্তু আছে। তাকেও খেলানোর একটা ইয়ে (তাগিদ) আছে। যেই একাদশ আমরা ঠিক করেছি, আপনারা কালকে দেখার পর একটা পরিষ্কার ধারণা পাবেন যে, আমরা কোন পথে যাচ্ছি। একজন বাড়তি ব্যাটসম্যান নাকি গত সিরিজের মতো একজন বাড়তি বোলার নিয়ে যাচ্ছি। এই কম্বিনেশন মূলত করা হয়, প্রতিপক্ষ ও প্রতিপক্ষের শক্তির ওপর। তো ওভাবেই করে যাব, যদি সুযোগ দেওয়া যায় তাহলে ভালো হবে।'
দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ
৭ মে ২৫
ওয়ানডে সংস্করণে বরাবরই শক্তিশালী বাংলাদেশ। দলের কোন পজিশনে কে খেলবেন সেটাও অনেকটাই নিশ্চিত। কেননা পুরো একাদশ জুড়েই আছে পরীক্ষিত পারফর্মার। এমন অবস্থায় অবশ্য কম্বিনেশন ভাঙার পক্ষেও নন তামিম।
তামিম আরও বলেন, 'কোনো জিনিস যেটা ভালো চলছে, অদরকারে সেটা আপনার ভাঙার দরকার নেই। তবে হ্যাঁ একইসঙ্গে এটা বলব যে, আমি কখনও চাই না যে, বিশ্বকাপের গুরুত্বপূর্ণ একটা ম্যাচে আমাদের কেউ যদি ফিট না থাকি, তাহলে আফিফ বা নাঈম, যাকেই নামাই না কেন, এটি তার জন্য ঠিক হবে না।'
'ওকে আমরা যদি গেম টাইম দিতে পারি, তাহলে ভালো হবে। কিন্তু আমরা এমন একটা পরিস্থিতিতে আছি, এই একটা সিরিজের পর এশিয়া কাপ, এরপর বিশ্বকাপ। এশিয়া কাপে সবাই জিততে চায়, বিশ্বকাপে সবাই জিততে চায়। তো যদি সুযোগ আসে, আমরা দেব। যদি না আসে, তাহলে তাদের প্রস্তুত থাকতে হবে যখনই সুযোগ আসবে।'
একদিন আগেই নাইমকে খেলানোর প্রসঙ্গে চট্টগ্রামে বাংলাদেশের হেড কোচ হাথুরুসিংহে বলেছিলেন, 'হ্যাঁ! আমরা যখনই সুযোগ পাবো, আমরা তাকে (নাঈম) একটি ম্যাচ দিতে চাই।'
প্রিমিয়ার লিগে এবারের মৌসুমের পারফরম্যান্স নাইমের ওয়ানডে দলের দুয়ার খুলে দিয়েছে। প্রিমিয়ার লিগের সবশেষ আসরে আবাহনী লিমিটেডের শিরোপা পুনরুদ্ধারে বড় ভূমিকা ছিল নাইমের। ১৬ ম্যাচে ১ সেঞ্চুরির সঙ্গে ১০টি পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৭১.৬৯ গড়ে আসরের সর্বোচ্চ ৯৩২ রান করেন বাঁহাতি ওপেনার। স্ট্রাইক রেটও বেশ ভালো, ৯১.৬৪!
এ ছাড়া ২০২২ সালের প্রিমিয়ার লিগের পারফরম্যান্সও খারাপ ছিল না নাইমের। ১২ ম্যাচে ৩৮.১৬ ম্যাচে করেন ৪৫৮ রান। ধারাবাহিকভাবে ভালো করার পুরস্কার হিসেবেই এবার প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফেরার দরজা খুলল নাইমের।