বাকি তিন ম্যাচে অস্ট্রেলিয়াকে জবাব দিতে চান ম্যাককালাম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লর্ডস টেস্ট পরাজয়ের পর ক্ষুব্ধ ব্রেন্ডন ম্যাককালাম, চটেছেনে জনি বেয়ারস্টোর আউট নিয়েও। তবে ইংলিশ কোচ জানিয়েছেন এখন সম্পূর্ণ মনোযোগ পরবর্তী তিন ম্যাচকে ঘিরেই। সেই তিন ম্যাচে অস্ট্রেলিয়াকে উচিত জবাব দিতে চান তিনি। অ্যাশেজে টানা দুই ম্যাচ হারের পর সিরিজে ২-০ তে পিছিয়ে গেছে ইংল্যান্ড।
লর্ডস টেস্টের শেষ দিনে দারুণ ব্যাটিং করে লড়াই জমিয়ে তুলেছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস, তবে পরাজয় এড়ানোর জন্য তার ১৫৫ রানের ইনিংসও যথেষ্ট ছিল না। দিনশেষে ৪৩ রানের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়ে স্বাগতিকদের। স্টোকস দারুণ ইনিংস খেললেও এখন আলোচনায় জনি বেয়ারস্টোর উইকেট।

এই উইকেটরক্ষক ব্যাটার ওভার শেষ ভেবে নিজের ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। যদিও বল ছুঁড়ে তাকে স্ট্যাম্পিং করেন অ্যালেক্স ক্যারি, যা নিয়ে শুরু হয় বিতর্ক। অনেকেই এই আউটকে ক্রিকেটীয় চেতনার পরিপন্থী বলেও মন্তব্য করেছেন। অজি কোচ ম্যাককালাম স্বভাবসুলভভাবে জানিয়েছেন তিনি দ্রুতই অজিদের সঙ্গে বিয়ার পান করতে বসছেন না।
তিনি বলেছেন, ‘আমি কল্পনা করতে পারছি না যে আমরা শীঘ্রই যে কোনো সময় তাদের সঙ্গে বিয়ার পান করব। আমাদের দৃষ্টিকোণ থেকে, আমাদের তিনটি টেস্ট ম্যাচ আছে (বাকি) যেখানে আমাদের প্রতিপক্ষ দলকে কিছু ধাক্কা দিতে হবে এবং অ্যাশেজ জেতার চেষ্টা করতে হবে। এটাতেই আমাদের মনোযোগ রাখতে হবে।’
ম্যাককালাম মনে করেন খেলার মাঝে ??্রিকেটীয় চেতনা থাকাটাও গুরুত্বপূর্ণ। অবশ্য দিন শেষে যে সিদ্ধান্ত নেয়া হবে সেটা মেনে নিতে হবে। তিনি হলে এভাবে আউট করতেন না বলেও জানালেন এই ইংলিশ কোচ। তিনি বলেন, ‘যদি আমরা এই একই অবস্থায় থাকতাম তাহলে অবশ্যই অন্য সিদ্ধান্ত নিতাম।’
অবশ্য এমন মন্তব্যের জন্য অস্ট্রেলিয়ান মিডিয়ার তীব্র সমালোচনার শিকার হয়েছেন ইংল্যান্ড কোচ। ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই পদ্ধতিতে ইংলিশ ব্যাটার পল কলিংউডকে স্টাম্পিং করেছিলেন ম্যাককালাম। তবে সেবার ইংলিশ ব্যাটারকে ডেকে ফের ব্যাটিংয়ে ফিরিয়েছিলেন নিউজিল্যান্ডের তৎকালীন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি।