টেস্টে যা পারেনি, তা ওয়ানডেতে করে দেখাতে চায় আফগানিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশেও অনার্স বোর্ড চান মিরাজ
৫০ মিনিট আগে
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ৫৪৬ রানের বিব্রতকর পরাজয়ের স্বাদ পেয়েছিল আফগানিস্তান। সেই ক্ষত ভুলে ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় হাসমতউল্লাহ শহীদির দল। টেস্টে না খেললেও ওয়ানডে দিয়ে আবারও আফগানিস্তান দলে ফিরছেন রশিদ খান।
অভিজ্ঞ এই স্পিনারের ফেরা আফগানিস্তানের আত্মবিশ্বাসের পালে বাড়তি হাওয়া দিচ্ছে। বাংলাদেশের বিপক্ষে রশিদের পারফরম্যান্সও আত্মবিশ্বাসের বড় কারণ হতে পারে। তাই রশিদ বাংলাদেশের বিপক্ষে কেমন করেন সেদিকেই তাকিয়ে আফগান অধিনায়ক।

শহীদি বলেছেন, 'সে আমাদের জন্য অনেক বড় নাম। একাদশে যখন রশিদের মতো ক্রিকেটার থাকে, অধিনায়ক হিসেবে এটি আমাকে অনেক বেশি আত্মবিশ্বাস দেয়। এটি আমাদের জন্য ইতিবাচক দিক। সে টেস্ট ম্যাচটি খেলেনি। এখন ওয়ানডে সিরিজে আছে। আমি জানি, সে আমাদের জন্য ভালো কিছু করবে।'
আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির
১৪ মার্চ ২৫
টেস্ট ম্যাচে বড় ব্যবধানে হারকে শিক্ষা হিসেবেই নিচ্ছেন আফগান অধিনায়ক। তিনি বলেন, 'টেস্ট ম্যাচটি আমাদের অনেক শিক্ষা দিয়েছে। তো আমরা এখন ভালোভাবে প্রস্তুত। আবু ধাবিতে আমরা ১৫ দিনের ক্যাম্প করেছি। টেস্টে যা করতে পারিনি, এবার আমরা সবকিছুর জন্যই প্রস্তুত। ওয়ানডে দলের কয়েকজন ক্রিকেটার টেস্ট ম্যাচে ছিল না। আমরা জানি, কী হতে পারে বা কী হতে যাচ্ছে। সবকিছুর জন্য আমরা প্রস্তুতি নেব। পেস বোলারদের বিপক্ষে আমরা অনেক অনুশীলন করেছি।'
গত কয়েক বছর ধরে ওয়ানডেতে বাংলাদেশ দল সবচেয়ে ভালো পারফরম্যান্স করেছে। বিশ্বকাপ সুপার লিগে তিন নম্বরে থেকে মূল আসরে সরাসরি জায়গা নিশ্চিত করেছে টাইগাররা। আফগানিস্তানও সরাসরি জায়গা করে নিয়েছে। তবে খেলেছে মাত্র ১৫টি ম্যাচ। এটাই তাদের ওয়ানডেতে ভালো করার অনুপ্রেরণার উৎস।
বাংলাদেশের প্রশংসা করে শহীদি বলেন, 'বাংলাদেশ সবসময় নিজেদের মাঠে ভালো খেলে। ওয়ানডেতে গত কয়েক বছর ধরে তারা ভালো খেলছে। তবে আমরাও ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছি। আমরা ওয়ানডেতে গত দুই বছর ভালো খেলেছি। সুপার লিগ থেকে আমরা সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করেছি। আমরা ৯টি ম্যাচ খেলিনি। তবু এর মধ্যেই আমরা কোয়ালিফাই করেছি। আমরা এখানে ভালো খেলতে চাই। দুই দলের মধ্যে ভালো একটি লড়াই হবে।'