promotional_ad

অজিদের সঙ্গে ঝামেলার জেরে এমসিসির ৩ সদস্য নিষিদ্ধ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি

৮ এপ্রিল ২৫
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা উইল পুকোভস্কি, ফাইল ফটো

জনি বেয়ারস্টোর বিতর্কিত উইকেটের হাওয়া লেগেছে লর্ডসের লং রুমেও। যেখানে এমসিসির সদস্যরা অস্ট্রেলিয়ান দুজন ক্রিকেটারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। এমন ঘটনায় ক্লাবটি দুঃখ প্রকাশ করেছে। একইসঙ্গে তিনজন সদস্যকে নিষিদ্ধও করেছে তারা।


লর্ডসের লং রুম এক ঐতিহ্যবাহী জায়গা। ড্রেসিং রুমে যেতে হলে ক্রিকেটারদের পাড়ি দিতে হয় এই দর্শক সাড়ি। গতকাল ৩৭১ রানের টার্গেটে খেলতে নামা ইংল্যান্ডের সমর্থকরা চড়াও ছিল অজি ক্রিকেটারদের উপর। ঘটনা মাত্রা ছাড়ায় দলীয় ১৯৩ রানে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি যখন বেয়ারস্টোকে আউট করেন। বেয়ারস্টো ওভার শেষ ভেবে নিজের ক্রিজ ছেড়ে যাওয়ার সময় দূর থেকে বল ছুঁড়ে তাকে স্ট্যাম্পিং করেন ক্যারি, এ নিয়ে শুরু হয় বিতর্ক।


promotional_ad

রবিবার লর্ডস টেস্টের শেষ দিনে মধ্যাহ্নভোজনের বিরতিতে অজি ক্রিকেটাররা ফিরছিলেন ড্রেসিংরুমে, তখন লং রুমে আক্রমণাত্মক ও আপত্তিকর কিছু মন্তব্য করেন এমসিসির কয়েকজন সদস্য। যেখানে উসমান খাওয়াজা এবং ডেভিড ওয়ার্নারের সঙ্গে বিতর্কে জড়ান তারা। নেট দুনিয়ায় ছড়িয়ে পরা এক ভিডিওতে দেখা যায়, এই দুই অজি ক্রিকেটার মূলত জবাব দেয়ার জন্যই তাদের মুখোমুখি হন। এমন ঘটনায় অজি ব্যাটার খাওয়াজা দৃশ্যগুলোকে "বেশ অসম্মানজনক" বলে উল্লেখ করেছেন।


আরো পড়ুন

ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার

১৭ এপ্রিল ২৫
হ্যাম্পশায়ারের জার্সিতে কিথ বার্কার, ইসিবি

ক্রিকেটের এমন ঐতিহ্যবাহী স্থানে এমন আপত্তিকর ঘটনার পর, রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এমসিসি নিশ্চিত করেছে যে, 'ঘটনায় তিনজন সদস্যকে চিহ্নিত করে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।' সেখানে আরও জানানো হয় তদন্ত চলাকালীন অভিযুক্ত সদস্যদের লর্ডসে প্রবেশ করার অনুমতি দেয়া হবে না।


এমসিসির প্রধান নির্বাহী গাই ল্যাভেনডার বলেন, 'আমরা নিজেদের মর্যাদা বজায় রাখার চেষ্টা করি, কিন্ত অল্প সংখ্যক সদস্যের আচরণ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য ছিল। তবে অজি অধিনায়ক প্যাট কমিন্স প্রেস কনফারেন্সে জানিয়েছেন সেখানে হাতাহাতির মত কোনও ঘটনা ঘটেনি। তবে সেখানে যা হয়েছে সেটা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য, যা ক্লাবের মূল্যবোধের পরিপন্থী।' এসময় এমন আচরণের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা প্রার্থনা করেছে এমসিসি।


অস্ট্রেলিয়ার অধিনায়ক লং রুমের এমন আচরণের জন্য অসন্তুষ্ট ছিলেন, তবে তিনি বলেছেন লর্ডসের এই লং রুমের মাধ্যমে মাঠে প্রবেশ করার ঐতিহ্যটি কখনও যেনও শেষ না হয়। এসময় লর্ডসের ঐতিহ্য এবং এখানে এমসিসির সদস্যদের নিয়েও বেশ প্রশংসা করেছেন কামিন্স। 'আমি মনে করি তারা আমাদের কিছু খেলোয়াড়ের প্রতি বেশ আক্রমণাত্মক এবং আপত্তিকর ছিল, যা আমি জানি এমসিসি খুব একটা খুশি ছিল না।

কামিন্স বলেছেন, 'এই ঘটনার ছাড়া এখানে কাটানও সারা সপ্তাহ দুর্দান্ত ছিল, এখানকার সদস্যরা সাধারণত অসাধারণ,সত্যিই তারা দুর্দান্ত ভাবে স্বাগত জানায়। লর্ডসে খেলার ক্ষেত্রে আপনি বিশেষ কিছু অনুভব করবেন। আপনি সত্যিই এমন বিশেষ একটি জায়গায় আছেন, যারা খেলার প্রতি ভালোবাসা রাখে এবং আমি ঐতিহ্য বেশ পছন??দ করি।'


এমিসির সদস্যদের দ্বারা হেনস্থা হলেও, লর্ডস থেকে দারুণ স্মৃতি নিয়ে ফিরেছে কামিন্সরা। স্বাগতিকদের বিপক্ষে ৪৩ রানের জয় পেয়ে অ্যাশেজে ২-০ তে এগিয়ে অজিরা। আগামী ৬ জুলাই হেডিংলিতে সিরিজের তৃতীয় ম্যাচে বেন স্টোকসরা সিরিজ বাঁচানোর লড়াইয়ে কামিন্সদের মুখোমুখি হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball