promotional_ad

নাইমকে অন্তত একটি ম্যাচ খেলাতে চান হাথুরুসিংহে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইনিংস লম্বা করার চেষ্টাতেই সফল নাইম

২১ মার্চ ২৫
সেঞ্চুরির পথে নাইম শেখ, ক্রিকফ্রেঞ্জি

এ বছর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চমৎকার পারফরম্যান্সে নির্বাচকদের নজর কাড়েন মোহাম্মদ নাইম শেখ। তবে শুধু নির্বাচকদেরই নয়, বাঁহাতি এই ব্যাটার নজর কেড়েছেন চান্দিকা হাথুরুসিংহেরও। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে এই ক্রিকেটারকে অন্তত একটি ম্যাচে খেলাতে চান বাংলাদেশের হেড কোচ।


কিছুদিন আগে সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তানকে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। লাল বলের ক্রিকেটে বাংলাদেশের ইতিহাস গড়া এই জয়ের দিনই ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেন নির্বাচকরা। যেখানে ১৬ মাস পর দলে ফেরেন নাইম।


এখন পর্যন্ত মাত্র দুটি ওয়ানডে খেলা নাইম সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২১ সালের মে মাসে, শ্রীলঙ্কার বিপক্ষে। ওই দুই ম্যাচে এক ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেন কেবল এক রান। এরপরই বাদ পড়েন ওয়ানডে দলে থেকে।


promotional_ad

নাইমকে খেলানোর প্রসঙ্গে চট্টগ্রামে হাথুরুসিংহে বলেন, 'হ্যাঁ! আমরা যখনই সুযোগ পাবো, আমরা তাকে (নাঈম) একটি ম্যাচ দিতে চাই।'


আরো পড়ুন

বাংলাদেশেও অনার্স বোর্ড চান মিরাজ

৪৭ মিনিট আগে
রাওয়ালপিন্ডিতে ৫ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নিজের নাম লেখার পর মেহেদী হাসান মিরাজ, পিসিবি

প্রিমিয়ার লিগে এবারের মৌসুমের পারফরম্যান্স নাইমের ওয়ানডে দলের দুয়ার খুলে দিয়েছে। প্রিমিয়ার লিগের সবশেষ আসরে আবাহনী লিমিটেডের শিরোপা পুনরুদ্ধারে বড় ভূমিকা ছিল নাইমের। ১৬ ম্যাচে ১ সেঞ্চুরির সঙ্গে ১০টি পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৭১.৬৯ গড়ে আসরের সর্বোচ্চ ৯৩২ রান করেন বাঁহাতি ওপেনার। স্ট্রাইক রেটও বেশ ভালো, ৯১.৬৪!


এ ছাড়া ২০২২ সালের প্রিমিয়ার লিগের পারফরম্যান্সও খারাপ ছিল না নাইমের। ১২ ম্যাচে ৩৮.১৬ ম্যাচে করেন ৪৫৮ রান। ধারাবাহিকভাবে ভালো করার পুরস্কার হিসেবেই এবার প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফেরার দরজা খুলল নাইমের।


সাইড বেঞ্চের শক্তি বাড়াতে নাইমের পাশাপাশি অন্যান্য তরুণ ক্রিকেটারদেরও বিভিন্ন পজিশনে বাজিয়ে দেখতে চান বাংলাদেশের হেড কোচ, 'হ্যাঁ! আমরা কিছু ছেলেকে সুযোগ দেওয়ার চেষ্টা করছি। এর মানে এটি নয় যে, পরীক্ষা-নিরীক্ষা করছি। আমরা কোচিং গ্রুপ, নির্বাচকরা জানি যে, আমরা কী করতে চাই এবং ক্রিকেটারদের কোন কোন জায়গায় নজর দিতে হবে।'


'এর মানে হলো, আমরা চাই, এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ইনজুরি বা অন্য কোনো জরুরি অবস্থা সামাল দেওয়ার গভীরতা যাতে আমাদের থাকে। তো এই কারণ মাথায় রেখে আমরা ক্রিকেটারদের সুযোগ দিতে চাই।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball