চোটে পড়া পোপকে নিয়েই ইংল্যান্ডের ১৫ জনের স্কোয়াড

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
লর্ডস টেস্টের প্রথম দিনেই কাঁধের চোটে পড়েছিলেন ওলি পোপ। যে কারণে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের বেশিরভাগ সময়ই ফিল্ডিং করতে পারেননি তিনি। দ্বিতীয় ইনিংসে তার বদলি ফিল্ডার নামানোর অনুমতি না পাওয়ায় খানিকটা বিপাকে পড়ে ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার কাছে ৪৩ রানে হারের পর স্ক্যান করানো হবে পোপকে। ৩ জুলাই লিডসের উদ্দেশ্যে রওনা দেবে বেন স্টোকসের দল। তৃতীয় টেস্ট শুরুর আগে জানা যাবে পোপের কাঁধের চোট সম্পর্কে। ইনজুরিতে থাকলেও তাকে নিয়েই হেডিংলি টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড।

গত দুই টেস্টে খেলা একাদশের বাইরে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে আছেন কেবল ড্যান লরেঞ্চ। পোপ যদি ফিট না থাকেন সেক্ষেত্রে তার বদলি হিসেবে তিন নম্বরে সুযোগ পেতে পারেন তিনি। এদিকে এজবাস্টনে চোটে পড়া মঈন আলীও আছেন স্কোয়াডে।
আঙুলের চোটের কারণে লর্ডসে খেলা হয়নি মঈনের। তবে ২১ মাস পর টেস্টে ফেরা এই অলরাউন্ডার গত কদিন ধরেই নিয়মিত অনুশীলন করছেন। ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ জিতান প্যাটেল নিশ্চিত করেছেন মঈন সুস্থ হয়ে উঠছেন এবং হেডিংলিতে তার খেলার সম্ভাবনা প্রবল।
মঈনের চোটের কারণে লর্ডস টেস্টের স্কোয়াডে যুক্ত করা হয়েছিল রেহান আহমেদকে। দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ না পেলেও তাকে পরের টেস্টের স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে। জায়গা হারিয়েছেন গত বছর ছয় টেস্ট খেলা ম্যাথু পটসও।
যদিও পেস বোলিংয়ে বিকল্প হিসেবে স্কোয়াডে আছেন ক্রিস ওকস এবং মার্ক উড। লর্ডস টেস্টেই একাদশে সুযোগ পাওয়ার কথা ছিল উডের। তবে ফিট না থাকায় খেলানো হয় পেসার জশ টাংকে। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডদেরসহ স্কোয়াডে রাখা হয়েছে ৬ পেসারকে। আগামী ৬ জুলাই মাঠে গড়াবে তৃতীয় টেস্ট।
তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াড- বেন স্টোকস, মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেঞ্চ, ওলি পোপ, ওলি রবিনসন, জো রুট, জশ টাং, ক্রিস ওকস এবং মার্ক উড।