promotional_ad

‘ঘুম থেকে উঠেই ভালো দল হওয়ার প্রত্যাশা করা যায় না’

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টেস্টের নেতৃত্ব ছাড়লেন ব্র্যাথওয়েট, ক্যারিবীয়দের টি-টোয়েন্টির নেতৃত্বে হোপ

১ এপ্রিল ২৫
শাই হোপ ও ক্রেইগ ব্র্যাথওয়েট

বিশ্বকাপে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে সুপার সিক্সের তিন ম্যাচেই জিততে হতো ওয়েস্ট ইন্ডিজকে। সেই সঙ্গে অন্য দলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হতো তাদের। তবে প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হারায় বিশ্বকাপ খেলা হচ্ছে না ক্যারিবীয়দের। এমন কিছুর পর নিজেদের সব বিভাগেই উন্নতির তাগিদ দিয়েছেন শাই হোপ। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক মনে করেন, ঘুম থেকে উঠেই ভালো দলে হওয়ার প্রত্যাশা করা যায় না।


ওয়ানডে বিশ্বকাপের প্রথম দুই আসরের শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। যাদের হয়ে খেলে গেছেন স্যার গ্যারি সোবার্স, ব্রায়ান লারা, কার্টলি অ্যামব্রোসদের মতো কিংবদন্তিরা। অথচ সেই দলকেই কিনা দেখা যাবে না ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। পয়েন্ট নিয়ে যাওয়ার সুযোগ থাকলেও জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের কাছে হারায় শূন্য হাতেই সুপার সিক্সে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ।


promotional_ad

যে কারণে তিন ম্যাচের তিনটিতেই জিততে হতো তাদের। এমন সমীকরণের ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৮১ রানে গুটিয়ে যায় হোপের দল। যা মাত্র ৩ উইকেট হারিয়ে উতরে যায় স্কটিশরা। এমন হারের পর প্রস্তুতির ঘাটতি দেখছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক।


আরো পড়ুন

৮ ছক্কায় ১৬ বলে হাফ সেঞ্চুরি করে ডি ভিলিয়ার্সের পাশে ফোর্ড

২৩ মে ২৫
আয়ারল্যান্ডের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ১৬ বলে হাফ সেঞ্চুরি করেছেন ম্যাথু ফোর্ড

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হোপ বলেন, ‘সত্যি বলতে, এখানে আঙুল তোলার মতো কেবল একটিই বিষয় নয়। সব বিভাগে আমাদের নজর দিতে হবে। পুরো টুর্নামেন্টেই আমরা নিজেদের হতাশ করেছি। যেভাবে আমরা ইনিংস শুরু করেছি এবং অবশ্যই ফিল্ডিং নিয়েও আমাদের ভাবতে হবে।’


‘সবকিছু একটা ভিত থেকে শুরু হয়। প্রস্তুতি ভালো হওয়া জরুরি। সেটা দেশ থেকেই। ঘুম থেকে উঠেই আমরা দারুণ দল হয়ে যাবো, এমন আশা করা যায় না। অনেক বিষয়ে আমাদের মনোযোগ দিতে হবে। আমাদের নিয়ন্ত্রণে যা আছে, তা নিয়ন্ত্রণ করতে হবে।’


বিশ্বকাপ খেলা না হওয়ায় বাছাই পর্ব থেকে আর কিছু পাওয়ার নেই ওয়েস্ট ইন্ডিজ। ওমান ও শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিবীয়দের ম্যাচ দুটি তাই কেবলই নিয়মরক্ষার। সেই দুই ম্যাচে নিজেদের সর্বোচ্চটা দিতে চান হোপ। সেই সঙ্গে এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে বের করার বিকল্প দেখছেন না তিনি।


হোপ বলেন, ‘এখন আমরা এখানে খেলছি। ওয়েস্ট ইন্ডিয়ান সমর্থকদের জন্য হলেও মাঠে নিজেদের সর্বোচ্চটা দেওয়া নিশ্চিত করতে হবে। আমাদের সামনে আরও দুটি ম্যাচ বাকি আছে। ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে বের করতে হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball