promotional_ad

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের দুয়ারে শ্রীলঙ্কা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশ ছাড়ার আগে ‘প্রাণ হারানো’র ভয়ে ছিলেন হাথুরুসিংহে

১১ ঘন্টা আগে
বাংলাদেশ ছাড়ার আগে ‘প্রাণ হারানো’র ভয়ে ছিলেন চান্দিকা হাথুরুসিংহে, ফাইল ফটো

শ্রীলঙ্কার দেয়া ২১৪ রানের লক্ষ্যে খেলতে নেমে দাঁতে দাঁত চেপে লড়াই করেছে নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত তারা ২১ রানে হার মেনেছে। একাই লড়ে গিয়েছিলেন স্কট অ্যাডওয়ার্ডস। তবে জেতাতে পারেননি। তিনি ৬৮ বলে ৬৭ রান করে অপরাজিত থাকলেও তাকে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি।


এই জয়ে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের দুয়ারে পৌঁছে গেছে শ্রীলঙ্কা। দুই ম্যাচের একটিতে জিতলেই বিশ্বকাপের টিকিট পাবে লঙ্কানরা। একই সমীকরণের সামনে রয়েছে বাছাই পর্বের আয়োজক জিম্বাবুয়েও। বাছাই পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল বিশ্বকাপে খেলবে।


promotional_ad

অ্যাডওয়ার্ড ছাড়াও টপ অর্ডারে ওয়েসলি বারেসি ৫০ বলে ৫২ ও বাস ডি লিড ৫৩ বলে ৪১ রানের ইনিংস খেলেছিলেন বাকি ৮ ব্যাটারের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেনি। শ্রীলঙ্কার হয়ে ৩টি উইকেট নিয়েছেন মাহিশ থিকশানা। ২টি উইকেট পেয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। একটি করে উইকেট গেছে লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা ও দাসুন শানাকার ঝুলিতে।


এর আগে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি শ্রীলঙ্কা। প্রথম বলেই পাথুম নিশাঙ্কার উইকেট হারিয়ে বিপাকে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ৩৪ রানের মধ্যে পরপর ফেরেন কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা এবং চারিথ আশালঙ্কাও।


এ সময় দলের হাল ধরতে নামেন ধনঞ্জয়া। অন্যপ্রান্তে দিমুথ করুনারত্নে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। এই ওপেনার আউট হন ৫১ বলে ৩৩ রান করে। শানাকা মাত্র ৫ রান অবদান রাখতে পেরেছেন। ওয়ানিন্দু হাসারাঙ্গাও বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি তিনি। 


দলীয় ১৩১ রানে সপ্তম উইকেট হারানোর পর থিকশানাকে সঙ্গে নিয়ে দুইশ পার করেন ধনঞ্জয়া। ৮০ বলে ৭৭ রানের জুটিতে তিনশানার অবদান ২৮, বাকি সব রানই এসেছে ধনঞ্জয়ার ব্যাট থেকে। দলের নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে  ১১১ বলে ৯৩ রান। তার ইনিংসটিতে ছিল ৮টি চার ও ২টি ছয়। আর কেউ দাঁড়াতে না পারলে ৪৭.৪ ওভারে শ্রীলঙ্কা অল আউট হয় ২১৩ রানে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball