স্মিথ-হেডের ব্যাটে লর্ডসে অস্ট্রেলিয়ার স্বস্তির দিন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেডের ব্যাটে ভর করে লর্ডস টেস্টের প্রথম দিনের প্রায় পুরোটাই রাজত্ব করেছে অস্ট্রেলিয়া । অবশ্য পুরো দিনটি অস্ট্রেলিয়ার হতে দেননি জো রুট। এই পার্ট টাইম স্পিনার একই ওভারে ট্রাভিস হেড ও ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে ইংল্যান্ডকে কিছুটা স্বস্তি উপহার দিয়েছেন।
অবশ্য স্মিথ অপরাজিত আছেন ৮৫ রান করে। ১১ রান করে তার সঙ্গী অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়া প্রথম দিন শেষ করেছে ৫ উইকেট হারিয়ে ৩৩৯ রান করে। দ্বিতীয় দিন স্বাগতিক ইংল্যান্ড চাইবে যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ার বাকি ৫ উইকেট তুলে নিয়ে ব্যাটিংয়ে নামতে।

এই ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাওয়াজা। এই দুজনে ওপেনিং জুটিতে যোগ করেন ৭৩ রান। এই জুটির বেশিরভাগ রানই আসে ওয়ার্নারের ব্যাট থেকে।
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
খাওয়াজা ১৭ রান করে ফিরে গেলেও ওয়ার্নারের ব্যাট থেকে এসেছে ৮৮ বলে ৬৬ রানের ইনিংস। মিডল অর্ডারে মার্নাস ল্যাবুশেন খেলেছেন ৯৩ বলে ৪৭ রানের ধৈর্যশীল ইনিংস। ল্যাবুশেনকে নিয়ে তৃতীয় উইকেটে স্মিথ যোগ করেন ১০২ রান।
এরপর ট্রাভিস হেডকে নিয়ে অস্ট্রেলিয়ার রান বাড়ান স্মিথ। এই জুটি থেকে আসে ১১৮ রান। প্রথম দিনে এটাই অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জুটি। দুজনই সেঞ্চুরির পথে ছিলেন। তবে ৭৭ রানে অফ স্টাম্পের বাইরে রুটের টসড আপ ডেলিভারিতে স্টাম্পিং হয়ে আউট হতে হয় হেডকে। এরপর গ্রিনও সঙ্গ দিতে ব্যর্থ হয়েছেন স্মিথকে।
এই ব্যাটার দুই বল পরেই অফ স্টাপের বাইরে করা রুটের লেংথ বলে মিড অফ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে জেমস অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিয়েছেন। শেষ পর্যন্ত ক্যারিকে সঙ্গী করে দিন পার করেন স্মিথ। ১৯ রানে ২ উইকেট নিয়ে দিনের সফলতম বোলার রুটই। ৮৮ রান খরচায় ২ উইকেট নিয়েছেন জশ টাং।