সুপার সিক্সের সূচি প্রকাশ, শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কার লড়াই

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ
১৯ এপ্রিল ২৫
সবশেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারায় বিশ্বকাপের টিকিট পাওয়া নিয়ে বিপাকে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে খেলতে অনেকটা কঠিন পথ পাড়ি দিতে হবে ড্যারেন স্যামির শিষ্যদের। যেখানে সুপার সিক্সে তাদের খেলতে হবে স্কটল্যান্ড, ওমান এবং শ্রীলঙ্কার বিপক্ষে।
সুপার সিক্সের সূচি প্রকাশ করে তা নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিয়ম অনুযায়ী, দুটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা তিনটি করে দল সুপার সিক্সে জায়গা করে নিয়েছে। যেখানে ‘এ’ গ্রুপ থেকে উঠে এসেছে জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস এবং ওয়েস্ট ইন্ডিজ।

‘বি’ গ্রুপ থেকে সুপার সিক্সের টিকিট পেয়েছে শ্রীলঙ্কা, ওমান এবং স্কটল্যান্ড। আইসিসির নিয়ম অনুযায়ী, সুপার সিক্সে নিজেদের গ্রুপের কোনো দলের বিপক্ষে খেলবে না। কারণ ইতোমধ্যে গ্রুপ পর্বে তাদের বিপক্ষে খেলা হয়েছে।
বাংলাদেশ ছাড়ার আগে ‘প্রাণ হারানো’র ভয়ে ছিলেন হাথুরুসিংহে
১৩ ঘন্টা আগে
সুপার সিক্সে শুধু মাত্র অন্য গ্রুপের তিন দলের বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বের পয়েন্টগুলো সুপার সিক্সে যুক্ত হয়েছে। যেখানে জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার পয়েন্ট ৪। স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের দুটি করে পয়েন্ট থাকলেও কোনো পয়েন্ট না নিয়েই সুপার সিক্সে খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ এবং ওমান।
আগামী ২৯ জুন জিম্বাবুয়ে এবং ওমানকে দিয়ে শুরু হচ্ছে সুপার সিক্সের লড়াই। শেষ ম্যাচে খেলবে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। সুপার সিক্স শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল ২০২৩ ভারত বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।
সুপার সিক্সের সূচি:
তারিখ | ম্যাচ | ভেন্যু |
২৯ জুন | জিম্বাবুয়ে - ওমান | কুইন্স স্পোর্টস ক্লাব |
৩০ জুন | শ্রীলঙ্কা - নেদারল্যান্ডস | কুইন্স স্পোর্টস ক্লাব |
১ জুলাই | স্কটল্যান্ড - ওয়েস্ট ইন্ডিজ | হারারে স্পোর্টস ক্লাব |
২ জুলাই | জিম্বাবুয়ে - শ্রীলঙ্কা | কুইন্স স্পোর্টস ক্লাব |
৩ জুলাই | নেদারল্যান্ডস - ওমান | হারারে স্পোর্টস ক্লাব |
৪ জুলাই | জিম্বাবুয়ে - স্কটল্যান্ড | কুইন্স স্পোর্টস ক্লাব |
৫ জুলাই | ওয়েস্ট ইন্ডিজ - ওমান | হারারে স্পোর্টস ক্লাব |
৬ জুলাই | স্কটল্যান্ড - নেদারল্যান্ডস | কুইন্স স্পোর্টস ক্লাব |
৭ জুলাই | শ্রীলঙ্কা - ওয়েস্ট ইন্ডিজ | হারারে স্পোর্টস ক্লাব |