promotional_ad

স্যামসন ‘এভাবেই’ ক্যারিয়ার শেষ করলে হতাশ হবেন শাস্ত্রী

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কোহলিদের বিপক্ষেও রাজস্থানের অধিনায়ক পরাগ, নেই স্যামসন

৫ ঘন্টা আগে
বিসিসিআই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ খেললেও জাতীয় দলে এখনও কিছুই করতে পারেননি সাঞ্জু স্যামসন। তার মানের একজন উইকেটরক্ষক ব্যাটার দ্যুতি না ছড়িয়ে ক্যারিয়ার শেষ করলে ভীষণ হতাশ হবেন রবি শাস্ত্রী। ভারতের সাবেক কোচের মতে, আন্তর্জাতিক অঙ্গনে এখনও নিজের প্রতিভা দেখাতেই পারেননি স্যামসন।


গত বছর নিউজিল্যান্ড সিরিজে ডাক পেয়েছিলেন স্যামসন। তেমন ভালো না করায় বাংলাদেশ সফরেই দল থেকে বাদ পড়েন তিনি। এরপর আবারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাক পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।


promotional_ad

মূলত ঋষভ পান্ত এবং লোকেশ রাহুল না থাকায় ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন স্যামসন। আন্তর্জাতিক ক্যারিয়ারে এর আগে ১১টি ওয়ানডে এবং ১৭টি টি-টোয়েন্টি খেলে মোটে তিনটি হাফ সেঞ্চুরি করা এই ক্রিকেটারকে বিকল্প উইকেটরক্ষক হিসেবেই দলে ভিড়িয়েছে ভারতের ম্যানেজমেন্ট।


আরো পড়ুন

ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন আইয়ার-কিশান, শীর্ষে কোহলি-রোহিত

৯ ঘন্টা আগে
ফাইল ছবি

স্যামসনকে নিয়ে নিজের প্রত্যাশার কথা জানাতে গিয়ে শাস্ত্রী বলেন, 'সাঞ্জু এখনও তার সুপ্ত প্রতিভা দেখায়নি। সে একজন ম্যাচ উইনার। কোথায় কী যেন হারিয়ে যাচ্ছে! আমি অনেক হতাশ হবো যদি সে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ক্যারিয়ার শেষ না করে। বিষয়টি এমন, যখন আমি কোচ ছিলাম তখন আমি হতাশ হতাম যদি টেস্টে রোহিত নিয়মিত ওপেন না করতো। এরপর সে ওপেন করা শুরু করে। সাঞ্জুর ব্যাপারেও আমার একই বক্তব্য।'


বর্তমানে ইনজুরিতে আছেন রাহুল, পান্ত, জসপ্রিত বুমরাহ, শ্রেয়াস আইয়ার এবং প্রসিধ কৃষ্ণা। এদের মধ্যে কৃষ্ণা ছাড়া প্রত্যেকেই ভারতীয় দলের নিয়মিত ক্রিকেটার। শাস্ত্রীর মতে, ১৫-২০ জন ক্রিকেটারকে সবসময় বিবেচনায় নিয়েই এগিয়ে যাওয়া উচিত ভারতের ম্যানেজমেন্টের।


তিনি আরও বলেন, 'বর্তমানে অনেকেই ইনজুরিতে পড়ে। আমার সবসময় ১৫-২০ জনের পুল পছন্দ। আপনাকে সবসময় তৈরি থাকতে হবে। প্ল্যান বি বা সি তৈরি করে রাখতে হবে। আমরা যখন ২০২১ সালে অস্ট্রেলিয়া সফরে যাই তখন ৩০ জনের মতো ক্রিকেটার আমাদের সাথে ছিল। একই ফ্লাইটে শার্দুল ঠাকুর এবং ওয়াশিংটন সুন্দরও ছিল। শেষ টেস্টে ওরাও খেলেছে এবং দারুণ পারফর্ম করেছে।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball