হাসারাঙ্গার ঘূর্ণিতে আয়ারল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন শেষ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রিতুর ব্যাটে বাংলাদেশের রেকর্ড গড়া জয়
১৩ এপ্রিল ২৫
বিশ্বকাপ বাছাইপর্বের আগে ওয়ানডে ক্যারিয়ারে একবারও ৫ উইকেটের স্বাদ পাননি ওয়ানিন্দু হাসারাঙ্গা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে ২৪ রানে ৬ উইকেট নিয়ে সেই শূন্যতা ঘুচিয়েছেন এই লঙ্কান স্পিনার। পরের ম্যাচে ওমানের বিপক্ষে ১৩ রানে ৫ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় ঢুকে গিয়েছিলেন তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে তাই তার সামনে হাতছানি দিচ্ছিল টানা তিন ম্যাচে ৫ উইকেট নেয়ার বিশ্বরেকর্ডের। তার আগে কেবল এই রেকর্ড আছে ওয়াকার ইউনিসের। সেই রেকর্ডে ওয়াকারের পাশে বসার সুযোগ ছিল হাসারাঙ্গার সামনে। আয়ারল্যান্ডের বিপক্ষে বল হাতে জ্বলে উঠলেন তিনি। ৭৯ রানে ৫ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন আয়ারল্যান্ডকে। সেই সঙ্গে ওয়াকারের পাশেও নিজের নাম বসালেন তিনি।
হাসারাঙ্গার বোলিং ঘূর্ণিতেই আয়ারল্যান্ডকে রানে হারিয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচে আগে ব্যাট করে ৩২৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল শ্রীলঙ্কা। সেই লক্ষ্যে খেলতে নেমে নুন্যতম লড়াইও করতে পারেননি আইরিশরা। তারা অল আউট হয়েছে ১৯২ রান করে। ফলে শ্রীলঙ্কা জিতেছে ১৩৩ রানের বিশাল ব্যবধানে। এই হারের ফলে বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেল আইরিশরা।

শ্রীলঙ্কার দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বড় বিপর্যয়ের মুখে পড়েছিল আয়ারল্যান্ড। দলীয় ২১ রানে ওপেনার পল স্টার্লিংকে হারানোর পর আর মাত্র ৩৭ রান তুলতে তারা হারায় আরও ৩ উইকেট। এরপর দলের হাল ধরে হ্যারি টেক্টর।
বাংলাদেশ ছাড়ার আগে ‘প্রাণ হারানো’র ভয়ে ছিলেন হাথুরুসিংহে
১৫ ঘন্টা আগে
তিনি ৩৩ রানের বেশি করতে পারেননি। মিডল অর্ডারে কার্টিস ক্যাম্ফার ৩৯ রান করে কিছুটা হাল ধরেছিলেন। শেষের দিকে গেরেথ ডেলেনি ১৯ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। একপ্রান্ত আগলে রাখা জর্জ ডকরেলকে সঙ্গ দিতে পারেননি ব্যারি ম্যাকার্থি। তিনি ফিরে যান ৫ রান করে। আইরিশদের শেষ ব্যাটার জসুয়া লিটলকে নিজের পঞ্চম শিকার বানিয়ে অল আউট করেছেন হাসারাঙ্গা। ২৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ডকরেল।
এর আগে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে লঙ্কানদের ভালো শুরু এনে দিতে পারেননি ওপেনাররা। দলীয় ৪৮ রানে তারা হারায় ওপেনার পাথুম নিশাঙ্কাকে। তিনি ২৬ বলে ২০ রান করে আউট হন।
পরের বলেই কুশাল মেন্ডিস ফিরে গেলে বিপদে পড়ে শ্রীলঙ্কা। তৃতীয় উইকেটে সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে ১৬৮ রান যোগ করেন করুনারত্নে। সেঞ্চুরির আগেই ৮৬ বলে ৮২ রান করে আউট হয়ে যান সামারাবিক্রমা। অবশ্য সঙ্গী হারালেও সেঞ্চুরি তুলে নিয়েছেন করুনারত্নে।
এই ওপেনার আউট হয়েছেন ১০৩ রান করে। দুই সেট ব্যাটারকে হারালেও লঙ্কানদের পথ হারাতে দেননি চারিথা আসালাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভা। এই দুজনে যোগ করেন ৪৬ রান। দুজনই পেতে পারতেন হাফ সেঞ্চুরি। আসালাঙ্কা আউট হয়েছেন ৩৮ রান করে।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ৪২ রানে অপরাজিত থাকলেও বাকি কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। শ্রীলঙ্কা শেষ পর্যন্ত অল আউট হয়েছে ৩২৫ রান করে। আয়ারল্যান্ডের হয়ে মার্ক অ্যাডায়ার নেন ৪টি উইকেট। ব্যারি ম্যাকার্থী ৩টি ও দুটি উইকেট নেন গেরেথ ডেলেনি।