promotional_ad

টেস্টে হার্দিক মানিয়ে নিতে পারবে না: শাস্ত্রী

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশ বিপদে ফেললেও শাস্ত্রীর কাছে ভারত-পাকিস্তানই এগিয়ে

১৪ ফেব্রুয়ারি ২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই গ্রুপে ভারত ও পাকিস্তান, ফাইল ছবি

২০১৮ সালের পর থেকেই টেস্টে ক্রিকেট থেকে দূরে আছেন হার্দিক পান্ডিয়া। খেলছেন না ঘরোয়া লাল বলের ক্রিকেটও। তবুও হার্দিককে টেস্ট দলে চান ভারতের অনেক সাবেক ক্রিকেটার। যদিও ব্যতিক্রমী মতামত দিয়েছেন রবি শাস্ত্রী। ভারতের সাবেক এই কোচের মতে, টেস্টে একটানা খেলার মতো ফিট নন হার্দিক।


২০১৩ সালের পর থেকেই আইসিসির শিরোপা ছুঁয়ে দেখা হচ্ছে না ভারতের। ১০ বছরের শিরোপা খরা কাটানোর সুযোগ ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। তবে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দাঁড়াতে পারেননি রোহিত শর্মা-বিরাট কোহলিরা।


promotional_ad

ব্যাটারদের ব্যর্থতায় আরও একবার সাদা পোশাকের ক্রিকেটের শিরোপা হাতছাড়া করেছে ভারত। এমন হারের পর ভারতীয় ব্যাটারদের বাজে পারফরম্যান্স নিয়ে ক্রমশই প্রশ্ন উঠছে। এমন অবস্থায় হার্দিককে টেস্টে ফেরানোর পরামর্শ দিয়েছেন কেউ কেউ।


আরো পড়ুন

দিন শেষে একজন পান্ডিয়ারই জেতার কথা ছিল: ক্রুনাল

৮ এপ্রিল ২৫
হার্দিক পান্ডিয়া এবং ক্রুনাল পান্ডিয়া, ফাইল ফটো

যদিও শাস্ত্রীর মতামত ভিন্ন। তবে সাদা বলের ক্রিকেটে হার্দিককে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে দেখতে চান শাস্ত্রী। আসন্ন ভারত বিশ্বকাপের পরই সাদা বলের ক্রিকেটে ভারতের নেতৃত্বে পরিবর্তন চান দলটির সাবেক এই কোচ।


শাস্ত্রী বলেন, 'টেস্ট ক্রিকেটে তার (হার্দিক) শরীর মানিয়ে নিতে পারবে না। এই ব্যাপারে আমাদের একদম পরিষ্কার ধারণা থাকা উচিত। তবে বিশ্বকাপের পর, তার শরীর যদি ফিট থাকে তাহলে সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব নেয়া উচিত।'


এদিকে লম্বা সময় ধরে টেস্ট দলের বাইরে আছেন হার্দিক। ২০১৭ সালে অভিষেক হওয়া এই অলরাউন্ডার সবশেষ টেস্ট খেলেছেন ২০১৮ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে। এখন পর্যন্ত ১১ টেস্ট খেলা হার্দিক ব্যাট হাতে ৫৩২ রান করেছেন।


যেখানে তার চারটি হাফ সেঞ্চুরিও আছে। বল হাতে হার্দিকের শিকার ১৭ উইকেট। একবার ৫ উইকেটও নিয়েছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball