হতভম্ব হয়ে ম্যাককালামের কাছে ইনিংস ঘোষণার ব্যাখ্যা চেয়েছিলেন পিটারসেন

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দিল্লির মেন্টর পিটারসেন
২৭ ফেব্রুয়ারি ২৫
৭৮ ওভারে ৮ উইকেটে ইংল্যান্ডের রান ৩৯৩, প্রথম দিনের খেলা শেষ হতে তখনও বেশ কয়েক ওভার বাকি এমন সময় ইনিংস ঘোষণা করেন বেন স্টোকস। ইংলিশদের এমন সিদ্ধান্তে অবাক হয়েছিল প্রায় পুরো বিশ্ব। যদিও অতিদ্রুত ইনিংস ঘোষণা করেও আক্ষেপ নেই তাদের।
স্টোকসদের এমন কাজে একেবারে হতভম্ব চেয়েছিলেন কেভিন পিটারসেন। যে কারণে ‘অসময়ে’ ইনিংস ঘোষণার ব্যাখ্যা চাইতে সেদিনই ব্রেন্ডন ম্যাককালামের কাছে ছুঁটে গিয়েছিলেন ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার। ডেইলি মেইলে নাসের হুসেনের সাথে আলাপকালে এমনটা জানান পিটারসেন।
এজবাস্টনে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুটা বেশ ভালোই করেছিল ইংল্যান্ড। তবে মাঝে এসে ছন্দপতন হয় ইংলিশদের। দ্রুত কয়েকটি উইকেট হারালে খানিকটা বিপাকেই পড়ে তারা। তবে জো রুট ও জনি বেয়ারস্টো মিলে বিপর্যয় সামলেছেন।

সেঞ্চুরি থেকে একটু দূরে থাকতে বেয়ারস্টো ফিরলেও তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার ছুঁয়েছেন রুট। ৩০তম সেঞ্চুরি পাওয়ার পর রুট যখন সাবলীল ব্যাটিংয়ে ইংল্যান্ডের রান বাড়িয়ে নেয়ার চেষ্টা করছিলেন তখনই ৮ উইকেটে ৩৯৩ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।
কয়েক সপ্তাহ সময় চাইলেন ম্যাককালাম
২ মার্চ ২৫
শেষ পর্যন্ত সেটা প্রায় কালই হয়েছে তাদের জন্য। এজবাস্টনে ২ উইকেটে হারের পর দ্রুতই প্রথম ইনিংস ঘোষণাকে হারের কারণ হিসেবে দায়ী করেছেন পিটারসেন। সেটি এখনও ভুলতে পারেননি সাবেক এই ইংলিশ ব্যাটার। যদিও ইংল্যান্ডের আক্রমণাত্বক ক্রিকেটে মনে ধরেছে পিটারসেনের।
তিনি বলেন, ‘আমরা এমন এক সময়ে আছি যেখানে টেস্ট ক্রিকেটকে ঘুরে দাঁড়ানোর জন্য কিছু করা দরকার। কারণ বর্তমানে অনেক ছোট সংস্করণের প্রতিযোগিতা হচ্ছে। কিন্তু আমি উত্তরটা একটু ধীরে ধীরে দিচ্ছি কারণ আমি এখনও শতভাগ নিশ্চিত নই...। না, আমি কখনই ইনিংস ঘোষণা করতাম না। কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের প্রথম দিনে ৩৯৩, আপনার মনে-হচ্ছে এটা যথেষ্ট?’
‘আমার পদ্ধতিতে এটাকে পাগলামি বলতাম। সাদা জার্সিতে আমি যেই ধরনের ক্রিকেট খেলেছি সেই অনুযায়ী আমি খেলা থামাতাম না। আমি আরও রান তুলতে চাইতাম এবং ম্যাচ জয়ের চিন্তা করতাম। আসলে আমি এখনও শতভাগ নিশ্চিত নই, সিদ্ধান্তটা কতটা ইতিবাচক ছিল।’
স্টোকস-ম্যাককালামদের সিদ্ধান্তে যে পিটারসেন খুশি হতে পারেননি সেটি পরিস্কার হয়েছে তার পরের কথায়। এমন সিদ্ধান্ত বুঝতে না পেরে প্রথম দিনের খেলা শেষে ম্যাককালামের কাছে ছুঁটে গিয়েছিলেন পিটারসেন, চেয়েছিলেন ব্যাখ্যাও। ম্যাককালামকে পিটারসেন বলেন, ‘দয়া করে আমাকে এই সিদ্ধান্তের ব্যাখ্যা করুন, কারণ আমি এটা মোটেও বুঝতে পারছি না।’