ফিরছেন বুমরাহ, তাড়াহুড়ো করতে না করছেন শাস্ত্রী

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বুমরাহর ফেরার খবর জানিয়ে মুম্বাই বলল, 'লায়ন ইজ ব্যাক'
৬ এপ্রিল ২৫
সবকিছু ঠিক থাকলে আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবারও ক্রিকেটে ফিরতে পারেন জসপ্রিত বুমরাহ। তবে ডানহাতি এই পেসারকে নিয়ে তাড়াহুড়ো করতে না করছেন শাস্ত্রী। তাড়াহুড়ো করতে গেলে হিতে বিপরীত হতে পারে বলে জানান তিনি।
পিঠের চোটের কারণে গত বছরের সেপ্টেম্বর থেকেই মাঠের বাইরে আছেন বুমরাহ। চোটের কারণে সবশেষ এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি তারকা এই পেসার। ঘরের মাঠে ও বিদেশের মাটিতে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজও খেলা হয়নি তার।

এদিকে সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুমরাহর সার্ভিস পায়নি মুম্বাই ইন্ডিয়ান্স। খেলতে পারেননি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও। মাঝে কয়েকবার ফেরার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত ফেরা হয়নি বুমরাহর।
বাংলাদেশ বিপদে ফেললেও শাস্ত্রীর কাছে ভারত-পাকিস্তানই এগিয়ে
১৪ ফেব্রুয়ারি ২৫
এদিকে চোট থেকে পুরোপরি সেরে উঠতে সবশেষ মার্চে ২৯ বছর বয়সি এই পেসারের পিঠে অস্ত্রোপচার করানো হয়। এরপর থেকেই বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে ছিলেন তিনি। বুমরাহকে নিয়ে সুখবরই দিচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
তাদের দেয়া তথ্য মতে কয়েকদিনের মাঝেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বুমরাহ। আগস্টে আয়ারল্যান্ড সফর দিয়ে ক্রিকেটে ফিরতেও পারেন তিনি। এমন খবরও প্রকাশ করেছে কয়েকটি সংবাদমাধ্যম। তবে বিশ্বকাপ খেলানোর জন্য বুমরাহকে নিয়ে তাড়াহুড়ো করতে না করছেন শাস্ত্রী।
সেই সঙ্গে শাহিন শাহ আফ্রিদির উদাহরণ টেনেছেন ভারতের সাবেক প্রধান কোচ। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলানোর জন্য বাঁহাতি এই পেসারকে নিয়ে খানিকটা তাড়াহুড়ো করেছিল পাকিস্তান। যার ফলে ফাইনালে গুরুত্বপূর্ণ সময়ে চোটে পড়েন আফ্রিদি। সেটা থেকে সেরে উঠতে বেশ কিছুদিন সময় লেগেছিল।
তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়ে শাস্ত্রী বলেন, ‘বুমরাহ খুবই গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। আপনি বিশ্বকাপের জন্য তাকে নিয়ে তাড়াহুড়ো করেন তাহলে আপনি তাকে চার মাসের জন্য হারাতে পারেন। অনেকটা শাহিন শাহ আফ্রিদির মতো। এখানে খুবই সূক্ষ্ণ একটা ব্যাপার আছে। এটি নিয়ে আপনাকে ভাবতে হবে।’