‘সব পিচ এমন হলে আমার ভালো করার আশা শেষ’

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাইটহুড পাচ্ছেন জেমস অ্যান্ডারসন
১২ এপ্রিল ২৫
এজবাস্টন টেস্টে বল হাতে আলো ছড়াতে পারেননি জেমস অ্যান্ডারসন। উইকেট থেকে পেসাররা সুবিধা না পাওয়ায় এমন নিজের স্কিল কাজে লাগাতে পারেননি বলে জানান ডানহাতি এই পেসার। অ্যাশেজের বাকি ম্যাচগুলোর উইকেটও যদি এমন হয় তাহলে নিজের ভালো করার আশা দেখছেন না অ্যান্ডারসন।
অ্যাশেজ শুরুর আগে কিউরেটরদের কাছে ব্যাটিং সহায়ক ও গতিময় উইকেট চেয়েছিলেন বেন স্টোকস। এজবাস্টনে ব্যাটারদের সুবিধা থাকলেও বোলারদের জন্য একেবারে কিছুই ছিল না। বিশেষ করে পেসাররা ইংল্যান্ডের চেনা কন্ডিশনের দেখা পাননি।

তাতে করে কেউই সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। অ্যান্ডারসন মাত্র একটি উইকেট পেলেও স্টুয়ার্ট ব্রড তুলনামূলকভাবে ভালো করেছেন। টেলিগ্রাফে লেখা নিজের কলামে অ্যান্ডারসন জানিয়েছেন, উইকেটে নিজের স্কিল ব্যবহার করেও সাফল্য পাননি তিনি। বরং তার কাছে মনে হয়েছে অসাধ্য লড়াই করছেন তিনি।
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
এ প্রসঙ্গে অ্যান্ডারসন লিখেছেন, ‘উইকেটে সুইং ছিল না, রিভার্স সুইংও না। সিম মুভমেন্ট, বাউন্স বা পেস—কোনোটাই ছিল না। বছরের পর বছর ধরে আমি আমার স্কিল নিয়ে কাজ করেছি, যাতে যেকোনো কন্ডিশনে বোলিং করতে পারি। কিন্তু যত চেষ্টা করেছি, কাজ হয়নি। আমার মনে হয়েছে অসাধ্য লড়াইয়ে আছি।’
বাকি টেস্টের উইকেটগুলো এজবাস্টনের মতো হলে অ্যাশেজে ভালো করার আশা দেখছেন না অ্যান্ডারসন। তিনি বলেন, ‘এটা লম্বা সিরিজ। আশা করি, কিছু পর্যায়ে আমি অবদান রাখতে পারব। তবে সব ম্যাচের পিচ যদি এ রকমই হয়, তাহলে অ্যাশেজ সিরিজে আমার ভালো করার আশা এখানেই শেষ।’
ইংল্যান্ডের কন্ডিশনে বরাবরই দুর্দান্ত বোলিং করেন অ্যান্ডারসন। বয়স ৪১ ছুঁইছুঁই হলেও সবশেষ ১২ মাসে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। এজবাস্টনে মাত্র ১ উইকেট পাওয়ায় বেশ হতাশ ডানহাতি এই পেসার।
২৮ জুন লর্ডসে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সেখানে দারুণ পারফর্ম করে পুষিয়ে দিতে চান তিনি। অ্যান্ডারসন বলেন, ‘জানি, এ সপ্তাহে আমি সেরা মানের ক্রিকেট খেলতে পারিনি। আমাকে আরও ভালো করতে হবে, দলে অবদান রাখতে হবে। লর্ডসে আমি পুষিয়ে দিতে চাই।’