‘সব পিচ এমন হলে আমার ভালো করার আশা শেষ’

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দ্য হান্ড্রেডে ম্যানচেস্টারের হয়ে খেলবেন অ্যান্ডারসন

১৬ জুলাই ২৫
ফাইল ছবি

এজবাস্টন টেস্টে বল হাতে আলো ছড়াতে পারেননি জেমস অ্যান্ডারসন। উইকেট থেকে পেসাররা সুবিধা না পাওয়ায় এমন নিজের স্কিল কাজে লাগাতে পারেননি বলে জানান ডানহাতি এই পেসার। অ্যাশেজের বাকি ম্যাচগুলোর উইকেটও যদি এমন হয় তাহলে নিজের ভালো করার আশা দেখছেন না অ্যান্ডারসন।


অ্যাশেজ শুরুর আগে কিউরেটরদের কাছে ব্যাটিং সহায়ক ও গতিময় উইকেট চেয়েছিলেন বেন স্টোকস। এজবাস্টনে ব্যাটারদের সুবিধা থাকলেও বোলারদের জন্য একেবারে কিছুই ছিল না। বিশেষ করে পেসাররা ইংল্যান্ডের চেনা কন্ডিশনের দেখা পাননি।


promotional_ad

তাতে করে কেউই সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। অ্যান্ডারসন মাত্র একটি উইকেট পেলেও স্টুয়ার্ট ব্রড তুলনামূলকভাবে ভালো করেছেন। টেলিগ্রাফে লেখা নিজের কলামে অ্যান্ডারসন জানিয়েছেন, উইকেটে নিজের স্কিল ব্যবহার করেও সাফল্য পাননি তিনি। বরং তার কাছে মনে হয়েছে অসাধ্য লড়াই করছেন তিনি।


আরো পড়ুন

৮ বছর পর টেস্ট দলে ডসন

১৩ ঘন্টা আগে
ইংল্যান্ডের হয়ে অনুশীলনে লিয়াম ডসন

এ প্রসঙ্গে অ্যান্ডারসন লিখেছেন, ‘উইকেটে সুইং ছিল না, রিভার্স সুইংও না। সিম মুভমেন্ট, বাউন্স বা পেস—কোনোটাই ছিল না। বছরের পর বছর ধরে আমি আমার স্কিল নিয়ে কাজ করেছি, যাতে যেকোনো কন্ডিশনে বোলিং করতে পারি। কিন্তু যত চেষ্টা করেছি, কাজ হয়নি। আমার মনে হয়েছে অসাধ্য লড়াইয়ে আছি।’


বাকি টেস্টের উইকেটগুলো এজবাস্টনের মতো হলে অ্যাশেজে ভালো করার আশা দেখছেন না অ্যান্ডারসন। তিনি বলেন, ‘এটা লম্বা সিরিজ। আশা করি, কিছু পর্যায়ে আমি অবদান রাখতে পারব। তবে সব ম্যাচের পিচ যদি এ রকমই হয়, তাহলে অ্যাশেজ সিরিজে আমার ভালো করার আশা এখানেই শেষ।’


ইংল্যান্ডের কন্ডিশনে বরাবরই দুর্দান্ত বোলিং করেন অ্যান্ডারসন। বয়স ৪১ ছুঁইছুঁই হলেও সবশেষ ১২ মাসে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। এজবাস্টনে মাত্র ১ উইকেট পাওয়ায় বেশ হতাশ ডানহাতি এই পেসার।


২৮ জুন লর্ডসে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সেখানে দারুণ পারফর্ম করে পুষিয়ে দিতে চান তিনি। অ্যান্ডারসন বলেন, ‘জানি, এ সপ্তাহে আমি সেরা মানের ক্রিকেট খেলতে পারিনি। আমাকে আরও ভালো করতে হবে, দলে অবদান রাখতে হবে। লর্ডসে আমি পুষিয়ে দিতে চাই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball