promotional_ad

প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে জায়সাওয়াল-রুতুরাজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন আইয়ার-কিশান, শীর্ষে কোহলি-রোহিত

১২ ঘন্টা আগে
ফাইল ছবি

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। প্রথমবারের মতো সাদা পোশাকের দলে ডাক পেয়েছেন জশস্বী জায়সাওয়াল, রুতুরাজ গায়কোয়াড় ও মুকেশ কুমার। ওয়ানডে দলে ফিরেছেন সাঞ্জু স্যামসন।


ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে জায়গা হয়নি ভারতের লাল বলের নিয়মিত ব্যাটার চেতেশ্বর পূজারার। বিশ্রাম দেয়া হয়েছে পেসার মোহাম্মদ শামিকে। সাদা পোশাকের দলে ফিরেছেন নবদীপ সাইনি। ২০২১ সালের পর এবারই টেস্ট দলে জায়গা পেয়েছেন এই পেসার। তাকে জায়গা দিতে দল থেকে ছিটকে গেছেন উমেশ যাদব।


পূজারা না থাকায় ক্যারিবীয়দের বিপক্ষে নতুন কাউকে তিন নম্বরে খেলাতে হবে ভারতকে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পূজারার ব্যাট থেকে এসেছিল কেবল ১৪ ও ২৭ রানের দুটি ইনিংস। ধারণা করা হচ্ছে পূজারার জায়গায় খেলানো হতে পারে জায়সাওয়াল বা রুতুরাজকে।


promotional_ad

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দিয়ে দলে ফেরা আজিঙ্কা রাহানে সাদা পোশাকের দলে জায়গা ধরে রেখেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাকে অধিনায়ক রোহিত শর্মার সহকারীও করা হয়েছে। ভারতের টেস্ট দলে প্রথমবারের মতো জায়গা পাওয়া তিন ক্রিকেটারের মধ্যে কোনো ফরম্যাটেই এখনও খেলেননি মুকেশ ও জায়সাওয়াল।


আরো পড়ুন

জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ

১৯ এপ্রিল ২৫
আইসিসি

রুতুরাজ ভারতের হয়ে ১০টি সীমিত ওভারের ম্যাচ খেলেছেন। গত বছরের অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলেছিলেন তিনি। রুতুরাজ লঙ্গার ভার্সনের ক্রিকেটে দারুণ ফর্মে রয়েছেন। মহারাষ্ট্রের হয়ে ৪২.১৯ গড়ে ২৮ ম্যাচে ৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।


অন্যদিকে জায়সাওয়াল মুম্বাইয়ের হয়ে ২৬ ইনিংসে ৮০.২১ গড়ে রান করেছেন। ইরানি কাপে মধ্যপ্রদেশের বিপক্ষে ২১৩ ও ১৪৪ রানের দুটি ইনিংস খেলেছেন তিনি। মুকেশ প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯টি ম্যাচে ১৪৯ উইকেট নিয়েছেন। ওয়ানডে দলে জায়গা হারিয়েছেন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজে ভারতের স্পিন আক্রমণ সামলাতে দেখা যাবে যুবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদবকে। ওয়ানডে দলে ফিরেছেন পেসার উমরান মালিকও। 


ভারতের টেস্ট স্কোয়াড-


রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), জশস্বী জায়সাওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, মুকেশ কুমার, কেএস ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, জয়দেব উনাদকাট, ইশান কিশান (উইকেটরক্ষক) ও নবদীপ সাইনি।


ভারতের ওয়ানডে স্কোয়াড-


রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক, জয়দেব উনাদকাট ও মুকেশ কুমার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball