promotional_ad

বেয়ারস্টোকে টেনিস বলে অনুশীলনের পরামর্শ গিলক্রিস্টের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পিএসএল খেলতে ইসিবির কাছে এনওসির স্পষ্টতা চান ইংলিশ ক্রিকেটাররা

১৪ জানুয়ারি ২৫
পিএসএলে পেশাওয়ার জালমির হয়ে খেলবেন টম কোহলার-ক্যাডমোর

লাল বলের ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে ইংল্যান্ডের প্রথম পছন্দ জনি বেয়ারস্টো। যদিও ইনজুরির কারণে তাকে নিয়মিত পাচ্ছে না ইংলিশরা। চলমান অ্যাশেজের প্রথম টেস্ট দিয়ে দীর্ঘদিন পর আবারও মাঠে ফিরেছেন বেয়ারস্টো।


যদিও এখনও পুরনো সেই বেয়ারস্টোকে ফিরে পায়নি ইংল্যান্ড। উইকেটের পেছনে এই উইকেটরক্ষকের বেশ কিছু ভুলের মাশুল দিতে হয়েছে ইংল্যান্ডকে। ক্যাচ মিস করেছেন বেশ কয়েকটি, মিস করেছেন স্টাম্পিংও। এমন অবস্থা থেকে কাটিয়ে উঠতে বেয়ারস্টোকে টেনিস বলে অনুশীলনের পরামর্শ দিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট।


promotional_ad

সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার মনে করেন বেয়ারস্টোর এই সমস্যা সাময়িক। এখান থেকে বেরিয়ে আসতে তার মৌলিক জায়গাগুলো নিয়ে কাজ করা প্রয়োজন। টেনিস বলে অনুশীলনই পারে তার হালকা মুভমেন্টের সমস্যাগুলো কাটিয়ে তুলতে।


গিলক্রিস্টের বিশ্বাস বেয়ারস্টো অ্যাশেজের প্রথম টেস্টে ক্যামেরন গ্রিনের স্টাম্পিং মিস না করলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। যে কারণে শেষ পর্যন্ত ম্যাচ হারতে হয়েছে ইংল্যান্ডকে। দ্বিতীয় টেস্টের আগেই তাকে ইনার গ্লাভস পড়ে টেনিস বল নিয়ে অনুশীলনে নেমে পড়তে বলেছেন গিলক্রিস্ট।


তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ক্যামেরন গ্রিনের স্টাম্পিংটা করতে পারলে অস্ট্রেলিয়া ১৪০/৫  হয়ে যেত। ওই স্টাম্পিংটা খুবই সহজ ছিল। বলটা স্পিন ও বাউন্স খেয়ে একটু বেরিয়ে যাচ্ছিল। বেয়ারস্টো ঠিকমতো সেটি গ্লাভসে নিতে পারেনি। তাঁর উচিত টেনিস বলে অনুশীলন করা। সেটা করতে হবে ইনার গ্লাভস পরে। এতে উপকার হতে পারে বলে আমি মনে করি।’


অ্যাশেজের প্রথম টেস্টে হাতের নাগালে থাকা ম্যাচ শেষ পর্যন্ত ২ উইকেটে হেরেছে ইংল্যান্ড। অনেকেই এই হারের পেছনে দায় দেখছেন বেয়ারস্টোর। তবে গিলক্রিস্ট মনে করেন অধিনায়ক বেন স্টোকস ও লাল বলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম বেয়ারস্টোর ফর্ম নিয়ে অস্থির হবে না। এই কঠিন সময়েও তার প্রতি আস্থা রাখবেন।


গিলক্রিস্ট বলেন, ‘বেয়ারস্টোর ফর্ম নিয়ে সমস্যার কিছু নেই। এতে অস্থির হওয়ারও কিছু নেই। বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালামও তেমন অস্থির হওয়ার মতো মানুষ নন। নিজেদের সৈনিকদের প্রতি তাদের আস্থা অনেক। সে একটা বড় ধরনের চোট থেকে সেরে উঠেছে। ফর্মে ফিরতে তাঁর একটু সময় লাগবে। সে ব্যাটিং ফর্ম ফিরে পাওয়ার অনুশীলন করছে। তবে আমি মনে করি তাঁর উইকেটকিপিংটাও ভালো করা প্রয়োজন। সে দুর্দান্ত একজন ক্রীড়াবিদ। এই মুহূর্তে একটু বাজে ফর্মে আছে। উইকেটের পেছনে তিন-চারটি ক্যাচ পড়ার ঘটনা কিন্তু খুব বেশি নেই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball