অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত যুক্তরাষ্ট্রের পেসার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের কাছে লড়াই করে হারল বাংলাদেশ
১৭ এপ্রিল ২৫
জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে তারা ৫ উইকেটের ব্যবধানে হেরেছে। এই ম্যাচে হারের পর বড় দুঃসংবাদ পেতে হয়েছে যুক্তরাষ্ট্রকে।
দলটির পেসার কাইল ফিলিপ অবৈধ বোলিং অ্যাকশনের কারণে অভিযুক্ত হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে ৩৯ রানে হেরেছিল যুক্তরাষ্ট্র। সেই ম্যাচেই প্রশ্নবিদ্ধ হয়েছে ফিলিপের বোলিং।

ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ম্যাচে দারুণ লড়াই করেছে যুক্তরাষ্ট্র। ওয়েস্ট ইন্ডিজকে তারা ২৯৭ রানে অল আউট করে দিয়েছিল। এরপর ব্যাট হাতেও সমানে সমান জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও ২৫৮ রানের বেশি করতে পারেননি তারা।
২ বছরের জন্য নেপালের প্রধান কোচ স্টুয়ার্ট ল
২৯ মার্চ ২৫
এই ম্যাচে ৫৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রের সেরা বোলার ছিলেন ফিলিপ। এরই মধ্যে যুক্তরাষ্ট্র দলে ছড়িয়ে পড়েছে ভাইরাল সিকনেস। দলের বেশিরভাগ ক্রিকেটারই আক্রান্ত হয়েছেন তাতে। এর মধ্যেই ফিলিপের বোলিংয়ের নিষেধাজ্ঞার খবর পেল দলটি।
প্রথম ম্যাচে ফিলিপের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন থাকায় দ্বিতীয় ম্যাচে এই পেসারকে খেলায়নি যুক্তরাষ্ট্র। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে বোলিং অ্যাকশন শুধরে বিশেষজ্ঞ প্যানেলের কাছে পরীক্ষা দেয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না ফিলিপ।
এদিকে ফিলিপের নিষেধাজ্ঞার কারণে বিপদে পড়তে পারে তার মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দল এমআই নিউইয়র্ক। তারা স্থানীয় ক্রিকেটারদের ড্রাফট থেকে ১০ হাজার ডলারে ফিলিপকে দলে ভিড়িয়েছিল। আগামী ১৩ জুলাই থেকে শুরু হ???য়ার কথা রয়েছে এমএলসির প্রথম আসরের।