৪ উইকেট নেয়ার পর সেঞ্চুরি করে জিম্বাবুয়েকে জেতালেন রাজা

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলবেন রাজা
২৫ জানুয়ারি ২৫
বিক্রমজিত সিং ও স্কট এডওয়ার্ডসের দারুণ ব্যাটিংয়ের মাঝেও বল হাতে ৪ উইকেট নিয়েছিলেন সিকান্দার রাজা। এরপর ব্যাট হাতে নেদারল্যান্ডসের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান অভিজ্ঞ এই অলরাউন্ডার। মাত্র ৫৪ বলে জিম্বাবুয়ের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে দিলের ৬ উইকেটর জয় নিশ্চিত করেন রাজা।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাটিং করে নেদারল্যান্ডসকে দুর্দান্ত শুরু এনে দেন বিক্রমজিত ও ম্যাক্স ও’ডাউড। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ১২০ রান। হাফ সেঞ্চুরিয়ান ও’ডাউড ৫৯ রানের ইনিংস খেলে ফিরলে ভাঙে তাদের এই জুটি।
এদিকে দারুণ ব্যাটিং করলেও সেঞ্চুরি পাওয়া হয়নি বিক্রমজিতের। বাঁহাতি এই ব্যাটারকে ৮৮ রানে বিদায় করেন রাজা। চারে নেমে ৭২ বলে ৮৩ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক এডওয়ার্ডস। তাতেই ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৫ রানের পুঁজি পায় ডাচরা। জিম্বাবুয়ের হয়ে ৫৫ রানে ৪ উইকেট পেয়েছেন রাজা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায় জিম্বাবুয়েও। জয়লর্ড জুম্বি ও ক্রেইগ আরভিনের জুটি থেকে আসে ৮০ রান। জুম্বি ৪০ রান করে ফিরলেও পঞ্চাশ ছুঁয়েছেন আরভিন। শন উইলিয়ামসের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৯১ রানের ইনিংস।
বাংলাদেশেও অনার্স বোর্ড চান মিরাজ
৭ ঘন্টা আগে
উইলিয়ামসের সঙ্গে জুটি গড়ার পাশাপাশি জিম্বাবুয়ের জয় নিশ্চিত করেন রাজা। দারুণ ব্যাটিংয়ে ছয়টি চার এবং আটটি ছক্কায় ৫৪বলে অপরাজিত ১০২ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। তাতে ৯.১ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় স্বাগতিকরা।
শায়ানের সেঞ্চুরি ম্লান করে জিতল নেপাল
আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র। মাত্র ১৮ রানে ৪ উইকেট হারায় তারা। পঞ্চম উইকেটের পতন ঘটেছে ৬৫ রানে। সাতে নেমে যুক্তরাষ্ট্রকে একাই টেনে তোলেন শায়ান জাহাঙ্গীর। খেলেছেন অপরাজিত ১০০ রানের ইনিংস। তাতে সবমিলিয়ে ২০৭ রানের পুঁজি পায় যুক্তরাষ্ট্র।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো পায়নি নেপাল। তবে সতীর্থদের আসা যাওয়ার মিছিলে তিনে নেমে নেপালকে ম্যাচে রাখেন ভিম শর্কি। ৪ উইকেট হারালেও ১১৪ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন।