promotional_ad

মানুষের সহানুভূতিতে বিরক্ত হয়েছিলেন অশ্বিন

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘অশ্বিন বল হাতে নিলে গেইলের পা কাঁপতো’

২০ মার্চ ২৫
২০১১ সালের ফাইনালে ক্রিস গেইলকে আউট করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন, ফাইল ছবি

টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে সবার উপরে, টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সবচেয়ে বেশি উইকেটও নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তবুও অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালের একাদশে জায়গা মেলেনি ডানহাতি এই অফ স্পিনার। অশ্বিনকে বাদ দেয়ায় ভারতকে নিয়ে ব্যাপকহারে সমালোচনা হচ্ছিলো। অনেকে অশ্বিনের জন্য সহানুভূতিও প্রকাশ করছিলেন। যা মেনে নিতে না পেরে হারের পর টুইট করেছিলেন অভিজ্ঞ এই স্পিনার।


টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২৩ চক্রে একাই ৬১ উইকেট নিয়েছেন অশ্বিন। তার চেয়ে বেশি উইকেট নেই আর কারও। ইংল্যান্ডের মাটিতেও ডানহাতি এই অফ স্পিনারের পরিসংখ্যানটা একেবারে খারাপ নয়। এখন পর্যন্ত ৭ টেস্টের ১১ ইনিংসে ১৮ উইকেট আছে তার।


promotional_ad

এমন পারফরম্যান্স আর সাম্প্রতিক সময়ে ছন্দে থাকার পরও ফাইনালে অশ্বিনকে না রাখায় তাই অনুমেয়ভাবেই সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতের টিম ম্যানেজমেন্টকে। শচীন টেন্ডুলকার থেকে শুরু করে সুনীল গাভাঙ্কার, রিকি পন্টিংরা অশ্বিনকে না খেলানোকে ভুল হিসেবে আখ্যা দিয়েছেন।


আরো পড়ুন

ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন আইয়ার-কিশান, শীর্ষে কোহলি-রোহিত

১৬ ঘন্টা আগে
ফাইল ছবি

পুরো ফাইনালেই একাদশে না থেকেও আলোচনায় ছিলেন অশ্বিন। ভারতের হারের পর তাকে নিয়ে আলোচনাও বোধহয় খানিকটা বেড়েছে তার টুইট ঘিরে। সেখানে তিনি টুইটে বলেছিলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতে এই প্রতিযোগিতা শেষ করার জন্য অস্ট্রেলিয়াকে অনেক শুভেচ্ছা। হারা দলের দিকে থাকাটা সব সময়ই হতাশাজনক।’


‘শেষ দুই বছর ধরে অনেক পরিশ্রম করে এই জয়গায় পৌঁছাতে হয়েছিল আমাদের। অনেকে অনেক কথা বলছেন। কিন্তু আমি মনে করি, সব সতীর্থ এবং কোচেদের তাদের কাজের মর্যাদা দেওয়াটা একেবারেই যথার্থ। বিশেষ করে কোচিং স্টাফ, যাদের সমর্থন সব সময়ে পাওয়া গেছে।’


রোহিত শর্মা-রাহুল দ্রাবিড়দের সমালোচনা করা ব্যক্তিদের অনেকেই অশ্বিনকে সহানুভূতি দেখিয়েছেন। যা একেবারেই পছন্দ হয়নি ভারতের অভিজ্ঞ এই স্পিনারের। সেটার কারণেই কিনা ফাইনাল হারের পর টুইট করেছিলেন বলে জানান তিনি।


অশ্বিন বলেন, ‘আমার লড়াইয়ে আমি কখনও কোনও সহানুভূতি পাইনি। পেছনে ফিরে গিয়ে আমার জন্য এটা বলা সহজ এটি আমার জন্য ঘটেনি বা তার জন্য কিছু ঘটেনি। আমি নিজেকে এক সেকেন্ডও সহানুভূতি দেখাই না। তাই আমি সেই টুইটটি করেছিলাম। কারণ আমি এই অধ্যায়ে ইতি টানতে চেয়েছি।লোকেরা আমাকে সকলে সহানুভূতি দেখাচ্ছে, এটি আমি আর নিতে পারিনি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball