promotional_ad

পাকিস্তানকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তানের বিপক্ষে হেরে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচে চোখ বাংলাদেশের

১৯ এপ্রিল ২৫
পাকিস্তানের বিপক্ষে হেরে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচে চোখ বাংলাদেশের, ফাইল ফটো

নারী ইমার্জিং এশিয়া কাপের বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে পাকিস্তানকে ছয় রানে হারিয়েছে বাংলাদেশ 'এ' দল। ফলে ফাইনালে উঠেছে লতা মণ্ডলের দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত।


বৃষ্টির কারণে ম্যাচটি গতকাল হয়নি। হয়েছে রিজার্ভ ডে তে, অর্থাৎ আজ। বৃষ্টির কারণে দুই দলের ওভার ৯-এ কমিয়ে আনা হয়। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক লতা মন্ডল।


যদিও ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি দুই ওপেনার সাথী রানী ও দিলারা আক্তার। দুজনে প্যাভিলিয়নে ফেরার আগে করেন সমান ৪ রান করে। এরপর রানের খাতা খুলতে পারেননি অধিনায়ক লতা মন্ডলও। গোল্ডেন ডাক মেরে বিদায় নেন তিনি।


promotional_ad

সোবহানা মোস্তারিও ফিরে গেছেন শূন্য রানে। বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ ২১ রান আসে নাহিদা আক্তারের ব্যাট থেকে। নির্ধারিত ৯ ওভারে সাত উইকেটে ৫৯ রান করে বাংলাদেশের মেয়েরা।


জবাবে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ৫৩ রানে শেষ হয় পাকিস্তান নারী এ দলের ইনিংস। যদিও দুই ওপেনার ব্যাটার শাওয়াল জুলফিকার ও আইমান ফাতিমা ২৬ রানের জুটি গড়ে ভালো শুরু এনে দিয়েছিলেন পাকিস্তানকে।


অবশ্য বাকি ব্যাটারদের ব্যর্থতায় জিততে পারেনি পাকিস্তান। ইনিংসের সর্বোচ্চ রান করেন ওপেনার ফাতিমা। ১৫ বলে ১৮ রান আসে তার ব্যাটে। বাংলাদেশের হয়ে দুটি উইকেট শিকার করেন রাবেয়া খান, একটি করে উইকেট নেন মারুফা আক্তার ও নাহিদা আক্তার।


নারীদের ইমার্জিং এশিয়া কাপে রাজত্ব চলছে বৃষ্টির। টুর্নামেন্টে টানা আটটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। মালয়েশিয়াকে ৯৭ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ।


এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়। এরপর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও গ্রুপ পর্বের শেষ ম্যাচটি একই কারণে মাঠে গড়ায়নি।


ফলে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থাকার কারণে সেমিফাইনালে জায়গা পায় বাংলাদেশ। শ্রীলঙ্কা হয় এই গ্রুপের রানার্স আপ দল।


‘এ’ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান উঠে শেষ চারে। দুই দলেরই দুটি করে ম্যাচ পরিত্যক্ত হয়। এ ছাড়া পাকিস্তান ও ভারত পায় জয় একটি করে। সমান ৪ পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত, রানার্স আপ পাকিস্তান। শ্রীলঙ্কা-ভারতের ম্যাচটি রিজার্ভ ডে'তেও বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে ফাইনালে ওঠে ভারত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball