জিম্বাবুয়েতে যাচ্ছেন শ্রীলঙ্কার আরও ৩ ক্রিকেটার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ছাড়ার আগে ‘প্রাণ হারানো’র ভয়ে ছিলেন হাথুরুসিংহে
২০ ঘন্টা আগে
জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হতে না হতেই ইনজুরি হানা দিয়েছে শ্রীলঙ্কা শিবিরে। কারো বড় ধরনের কোনো চোট ধরা না পড়লেও বেশ কয়েকজন ক্রিকেটারই আছেন শঙ্কায়। আর তাই দলের সঙ্গে আরও তিনজন স্ট্যান্ড বাই ক্রিকেটার যুক্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে দিলশান মাদুশাঙ্কা, দুনিথ ওয়েলালাগে এবং সাহান আরাচিগেকে যুক্ত করেছে শ্রীলঙ্কা। ৩ জনই খুব দ্রুত জিম্বাবুয়ের বিমান ধরবেন।

মাদুশাঙ্কা এবং ওয়েলালাগে শ্রীলঙ্কার আন্তর্জাতিক ক্রিকেটে বেশ অভিজ্ঞ। দুজন মিলে শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ২৩টি ম্যাচ। আরাচিগে অবশ্য এর আগে কখনোই জাতীয় দলে ডাক পাননি।
পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার তাগিদ জ্যোতির
১৬ এপ্রিল ২৫
শ্রীলঙ্কার মূল দলের কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়লে এবার ডাক পেতে পারেন আরাচিগেও। বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটার দলের প্রয়োজনে অফ-স্পিন বোলিংও করে থাকেন।
২৭ বছর বয়সী এই ক্রিকেটার ঘরোয়াতে আট বছরের মতো খেলেছেন। ২৯.৬৭ গড়ে এক হাজার ৪৫৪ রান এসেছে তার ব্যাটে। ৬৬টি লিস্ট 'এ' ম্যাচে উইকেট নিয়েছেন ৩৮টি। ২৩ জুন দলের সঙ্গে যোগ দেবেন মাদুশাঙ্কা, ওয়েলালাগে এবং আরাচিগে।
নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা সেদিন ওমানের মুখোমুখি হবে। নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতকে ১৭৫ রানের বিশাল ব্যবধানে হারায় শ্রীলঙ্কা। এই ম্যাচে কাঁধের ইনজুরির কারণে খেলতে পারেননি দুশমন্থ চামিরা।