ইংলিশের সঙ্গে ইংল্যান্ড বধের প্রস্তুতি নিয়েছিলেন লায়ন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লঙ্কানদের গুঁড়িয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড গড়া জয়
১ ফেব্রুয়ারি ২৫
এজবাস্টনে অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন নাথান লায়ন। দুই ইনিংসেই চারটি করে উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার এই স্পিনার। ইংল্যান্ডকে কোণঠাসা করতে দারুণ ভূমিকা রেখেছেন তিনি। ম্যাচের চতুর্থ দিনের খেলা শেষে জানা গেল, ইংল্যান্ডের ব্যাটারদের আগ্রাসন ঠেকাতে নিজ দলের জস ইংলিশ এবং ম্যাট রেনশর সঙ্গে প্রস্তুতি সেরে রেখেছেন সময়ের অন্যতম সেরা এই স্পিনার।
লায়ন যাদের নিয়ে ইংল্যান্ডের ব্যাটারদের আগ্রাসন ঠেকাতে চেয়েছিলেন তাদের কেউই একাদশে নেই। ম্যাট রেনশ দলের বিকল্প ওপেনার। অভিজ্ঞ ডেভিড ওয়ার্নার এবং ইনফর্ম উসমান খাওয়াজার ভিড়ে যার না খেলার সম্ভাবনাই বেশি।

অপরদিকে ইংলিশ দলের বিকল্প উইকেটরক্ষক। নিয়মিত এবং ইনফর্ম উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির ইনজুরি ছাড়া তার খেলাও অনিশ্চিত। নেটে সাইড বেঞ্চের এই দুই হিটারকে নিয়েই অ্যাশেজের প্রস্তুতি সারেন লায়ন।
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
তিনি বলেন, 'আমার দলে ম্যাট রেনশ এবং জস ইংলিশরা আছে। আমি তাদের বলি আসো, আমার বলে মারতে থাকো। আমার সব বলেই ছয় মারার চেষ্টা করো। আমি সবসময় চেয়েছি আমার সেরা ডেলিভারিটি করতে।'
'আর তাদের দিয়ে যত বেশি সম্ভব সেটা ডিফেন্ড করাতে যতক্ষণ না পর্যন্ত তারা ডিফেন্ড করতে চায়। এটাই ঠিক। আমি ভিন্ন রকমের চ্যালেঞ্জ, তবে এটাকে রোমাঞ্চকর বলতেই হবে। তারা ইতিবাচক মনোভাব নিয়ে খেলছে। সত্যি বলতে আমি এটার (চ্যালেঞ্জ নেয়া) অংশ হতে পেরে ভালো লাগছে।'
প্রথম ইনিংসে একটু খরুচে ছিলেন লায়ন। চারটি উইকেট নিতে খরচ করেন ১৪৯ রান। ইংল্যান্ড সেই ইনিংসে করে ৮ উইকেটে ৩৯৩ রান। এরপরের ইনিংসে ইংল্যান্ডকে ২৭৩ রানে অলআউট করার পথে মাত্র ৮০ রান খরচায় সমান সংখ্যক উইকেট নেন লায়ন। শেষদিনে ম্যাচটি জিততে ইংল্যান্ডের দরকার ৭ উইকেট। প্রথম ইনিংসে ৩৮৬ করা অস্ট্রেলিয়ার লাগে ১৭৪ রান।