আইপিএলের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগাতে চান রাবাদা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেট শুধু ব্যাটারদের খেলা হয়ে যাচ্ছে, ব্যাটে-বলে ভারসাম্য চান রাবাদা
২৭ মার্চ ২৫
২০১৭ সাল থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন কাগিসো রাবাদা। গেল আইপিএলেও খেলা হয়েছে সাউথ আফ্রিকার এই পেসারের। আইপিএলের অভিজ্ঞতা আসন্ন ভারত বিশ্বকাপে কাজে লাগাতে চান তিনি।
দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেন রাবাদা। বর্তমানে খেলছেন পাঞ্জাব কিংসের হয়ে। ইতোমধ্যেই ৬৯টি ম্যাচ খেলে ফেলেছেন এই পেসার। ৮.৪২ ইকোনমি রেট এবং ২০.৭৪ গড়ে ১০৬টি উইকেটও নিয়েছেন রাবাদা।

প্রোটিয়া এই পেসারের মতে, আইপিএল খেলায় ভারতের বিভিন্ন স্টেডিয়ামের উইকেট এবং কন্ডিশন সম্পর্কে ভালো রকমের ধারণা হয়েছে তার। মাঠেও তার প্রয়োগ ঘটাতে চান ২৮ বছর বয়সী রাবাদা।
ঘরের মাঠে গুজরাটের কাছে পাত্তাই পেল না কলকাতা
৮ ঘন্টা আগে
তিনি বলেন, 'ফাস্ট বোলার হিসেবে ভারতের মাটিতে ওইসব উইকেটে খেলা সবসময়ই অনেক কঠিন। আমার এখন যে বয়স, সামনে কী রকম চ্যালেঞ্জ আমি সেটা অনুমান করতে পারি। নতুন কেউ তো এখানকার কোনো তথ্য জানবে না। আপনি সবসময়ই শিখতে চাইবেন এবং ভিন্ন উইকেটে ভালো বোলার কীভাবে হবেন সেই চেষ্টা করতে চাইবেন।'
'উইকেট ভালোভাবে বোঝাটাই গুরুত্বপূর্ণ। কম্বিনেশন সেট করেই আপনাকে লক্ষ্য স্থির করতে হবে। এই দুটোতেই নজর রাখতে হবে। প্রথমে কন্ডিশন বুঝে পরবর্তীতে নিজের স্কিল কাজে লাগানো।'
সাউথ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত ৬০টি টেস্ট, ৮৯টি ওয়ানডে এবং ৫৬টি টি-টোয়েন্টি খেলেছেন রাবাদা। তিন ম্যাচ মিলিয়ে উইকেট নিয়েছেন ৪৭৫টি।