রোহিতকে নতুন করে শুরুর পরামর্শ স্মিথের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাবরের পছন্দের সেরা একাদশে রোহিত-সূর্যকুমার, নেই কোহলি
১৭ মে ২৫
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর থেকেই সমালোচিত হচ্ছেন রোহিত শর্মা। টসে জিতে তার বোলিংয়ের সিদ্ধান্ত থেকে শুরু করে ব্যাট হাতে ভালো না করতে পারায় সমালোচকদের কাঠগড়ায় এখন ভারতের অধিনায়ক।
শুধু রোহিতই নন এই ম্যাচে ব্যাট হাতে ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন চেতেশ্বর পূজারা, বিরাট কোহলিরাও। কিছুটা লড়াই করেছেন আজিঙ্কা রাহানে তবে তা দলের জন্য যথেষ্ট ছিল না। এমন অবস্থায় বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে নতুন করে শুরুর পরামর্শ দিয়েছেন গ্রায়েম স্মিথ।

সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক মনে করেন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পর বেশ চাপে রয়েছেন রোহিত। এমন অবস্থায় তার কিছু সময়ের জন্য বিশ্রামে যাওয়া উচিত। এরপর সবকিছু নতুন করে শুরু করা উচিত। যেহেতু তার ব্যক্তিগত ফর্মও খুব একটা ভালো নেই।
এসএ টোয়েন্টিকে দুনিয়ার দ্বিতীয় সেরা লিগ বানাতে চান স্মিথরা
৭ ফেব্রুয়ারি ২৫
এ প্রসঙ্গে স্মিথ বলেন, ‘একজন অধিনায়কের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের ব্যক্তিগত পারফরম্যান্স। একজন অধিনায়কের ওপরে সব সময় চাপ রয়ে যায়। এটা কখনোই কমে না। রোহিতের এখন সবকিছু নতুন করে শুরু করার সময় এসেছে। এটা তার ক্যারিয়ারের জন্যই দরকার। তার নিজের ফর্ম ধারাবাহিক নয়। এবারের আইপিএল আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে তাকালে বোঝা যায়, রোহিতের ফর্মটা এ মুহূর্তে ভালো নয়।’
এবারের আইপিএলেও বাজে সময় গেছে রোহিতের। ১৬ ম্যাচ খেলে তিনি ৩৩২ রান করেছেন ২০.৭৫ গড়ে। হাফ সেঞ্চুরি দুটি। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ১৫ ও ৪৩ রানের দুটি ইনিংস খেলেছেন। স্মিথ অবশ্য অধিনায়ক হিসেবে রোহিতকে সমালোচনার বাইরেই রাখছেন।
নিজস্ব যুক্তিতে তিনি বলেছেন, ‘কেউই রোহিতের অধিনায়কত্বের সমালোচনা করছে না। শুধু তার ব্যক্তিগত ফর্মই চিন্তার কারণ হয়েছে। সে যদি কয়েকটা ভালো ইনিংস খেলতে পারে, তাহলে সেটি তার ওপর থেকে চাপ সরিয়ে দিতে পারে।’
ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়েও পাশে দাঁড়িয়েছেন স্মিথ। তাকে আরও সময় দেয়ার পক্ষে তিনি। সাবেক এই প্রোটিয়া ব্যাটার বলেন, ‘ভারতীয় ক্রিকেটে নেতৃত্ব নিলে প্রত্যাশার মাত্রা অনেকটা বেড়ে যায়, সে কারণেই সমালোচনা মেনে নিতে হবে। তবে রাহুল দ্রাবিড় দারুণ গুণী মানুষ। দুরন্ত পারফরমার। কোচ হিসেবে তিনি নিজেকে প্রমাণও করেছেন। ভারতীয় দল পুনর্গঠনের জন্য তাকে সময় দিতেই হবে।’