promotional_ad

ভারত বিশ্বকাপ খেলতে সরকারের দিকে তাকিয়ে পিসিবি

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নারী বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যা করতে হবে

১৮ এপ্রিল ২৫
আইসিসি

আইসিসির দেয়া সূচি অনুযায়ী আগামী অক্টোবর-নভেম্বরে মাঠে গড়াবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। কয়েকমাস বাকি থাকলেও ভারতে গিয়ে পাকিস্তান বিশ্বকাপ খেলবে কিনা তা এখনও জানে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারত বিশ্বকাপ খেলার জন্য সরকারের অনুমতির দিকে তাকিয়ে তারা।


এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত, এমন খবর প্রকাশিত হওয়ার পর থেকেই পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, ভারত যদি পাকিস্তানে না আসে তাহলে তারা ওয়ানডে বিশ্বকাপ বর্জন করতে পারে। যা কিনা ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে।


যদিও শেষ পর্যন্ত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাচ্ছে না ভারত। হাইব্রিড মডেলের প্রস্তাবে সবাই রাজি হওয়ায় শ্রীলঙ্কার মাটিতে খেলবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। এশিয়া কাপ নিয়ে জটিলতা কাটলেও বিশ্বকাপ নিয়ে এখনও কোনো সুরাহা হয়নি।


promotional_ad

কিছুদিন আগে পাকিস্তান সফরে গিয়েছিলেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে ও আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডিস। যদিও শেষ পর্যন্ত সমাধানে আসতে পারেননি তারা। নাজাম শেঠি নিশ্চিত করেছেন আইসিসিকে তারা চিঠিতে জানিয়েছেন, সরকার অনুমতি দিলেই কেবল ভারত বিশ্বকাপে যেতে পারবে পাকিস্তান।


নাজাম বলেন, ‘আইসিসিকে লেখা চিঠিতে বলেছি (বিশ্বকাপের সূচি নিয়ে) আমরা সম্মতি কিংবা অসম্মতি কিছুই দিতে পারছি না। এটা আমাদের সরকারের সিদ্ধান্ত, ঠিক যেভাবে ভারতের ক্ষেত্রেও তাদের সরকার ঠিক করে দেয়। তাই আহমেদাবাদে খেলব কি না, সে প্রশ্ন আমাদের করে লাভ নেই।’


‘সময় হলে প্রথমে আমরা (পিসিবি) সিদ্ধান্ত নেব (বিশ্বকাপে খেলতে) যাচ্ছি কি না। তারপর সরকার সিদ্ধান্ত নেবে আমরা কোথায় খেলতে যাচ্ছি। এ দুটি শর্তের ওপর আমাদের বিশ্বকাপ সিদ্ধান্ত নির্ভর করছে।’


২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল পাকিস্তান। সেবার বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নেয়ার আগে ভারতে পরিদর্শন দল পাঠিয়েছিল পাকিস্তান সরকার। এবারও সেই পথে হাঁটবে কিনা তা নিশ্চিত নয়। তবে নাজাম নিশ্চিত করেছেন সবশেষ সিদ্ধান্তটা তাদের সরকার নেবে।


এমন পরিস্থিতি পিসিবি কিংবা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কোনো কিছু করার নেই বলে জানান তিনি। সরকার অনুমতি দিলেই কেবল তারা কোন ভেন্যুতে খেলবে সেটি নিয়ে আলোচনা করবে। নাজাম বলেন, ‘আমরা আইসিসিকে বলেছি নিরাপত্তাব্যবস্থা বিবেচনা করে সরকার যদি আমাদের (ভারতে) যাওয়ার অনুমতি দেয় তাহলে যাব, তা না হলে কিছু করার নেই।’


‘অনুমতি পেলে ভেন্যু পছন্দের বিষয়টি আসবে। কোথায় খেলব সেসব চূড়ান্ত হবে। এটা সরকারের সিদ্ধান্ত, দুই বোর্ডের কিছু করার নেই। পিসিবি ও বিসিসিআই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। সিদ্ধান্ত নেবে আমাদের সরকার, ২০১৬ সালে যেভাবে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছিল।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball