রুটের সেঞ্চুরি, প্রথম দিনেই ইনিংস ঘোষণা ইংল্যান্ডের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়ে অ্যাশেজের প্রথম দিনই রাঙিয়ে নিলেন জো রুট। একই দিনে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন জ্যাক ক্রলি এবং জনি বেয়ারস্টোও। এই তিনটি ইনিংসে চারশ ছুঁই ছুঁই রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। যদিও মাত্র ৭৮ ওভারে আট উইকেটে ৩৯৩ রান তুলে ইনিংস ঘোষণা দিয়ে বিরল এক দৃষ্টান্ত স্থাপন করল ইংল্যান্ড।
অ্যাশেজের কোনো টেস্টে সবচেয়ে কম ওভার ব্যাট করে প্রথম দিনে প্রথম ইনিংস ঘোষণার বিরল নজির গড়ল ইংলিশরা। টেস্ট ইতিহাসে এর চেয়ে কম ওভার ব্যাট করে প্রথম দিনে প্রথম ইনিংস ঘোষণার ঘটনা আছে আর মাত্র তিনটি।
দিনের শেষভাগে ইংলিশ অধিনায়ক বেন স্টোকস এবং কোচ ব্রেন্ডন ম্যাককালামদের ওই কৌশল অবশ্য প্রথম দিনে একটুও কাজে লাগেনি। অবশিষ্ট কয়েক ওভারে অস্ট্রেলিয়ার টপ অর্ডার ভেঙে দিতে চেয়েছিল তারা।
যদিও ৪ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েই নিরাপদে দিন পার করেছে অস্ট্রেলিয়া। বিনা উইকেটে তারা করেছে ১৪ রান। অল্প সময়ে নতুন বলে ডেভিড ওয়ার্নার ও উসমান খাওয়াজাকে তেমন ভাবাতে পারেননি স্টুয়ার্ট ব্রড ও অলি রবিনসন।

বার্মিংহামে ম্যাচের প্রথম বলেই চার মেরে শুরু করেন জ্যাক ক্রলি। টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডকে আক্রমণের বার্তা দেন তিনি। বেন ডাকেট অবশ্য টিকতে পারেননি। উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দিয়ে জস হ্যাজেলউডের বলে ফিরে যান তিনি।
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
শুরুর ধাক্কা ইংল্যান্ড সামলে ওঠে ক্রলি ও অলি পোপের পঞ্চাশোর্ধ জুটিতে। নাথান লায়নের বলে পোপ (৪৪ বলে ৩১) লেগ বিফোর উইকেটের শিকার হলে ভাঙে ৭০ রানের এই জুটি। ৫৬ বলে হাফ সেঞ্চুরি করে ক্রলি বিদায় নেন লাঞ্চের আগে শেষ ওভারে।
পোপ এবং ক্রলির উইকেটটি অস্ট্রেলিয়া রিভিউ নিয়ে পেয়ে যায়। প্রথম সেশনে ২৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ছিল ১২৫। লাঞ্চ থেকে ফেরার পর ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন রুট এবং হ্যারি ব্রুক।
বেশিদূর যেতে পারেননি ব্রুক। ৩৭ বলে ৩২ রান করে লায়নের বলে অদ্ভুদভাবে বোল্ড হয়ে ফিরে যান তিনি। এরপর স্টোকসকেও দ্রুত বিদায় করেন লম্বা সময় পর দলে ফেরা হ্যাজেলউড। মাত্র ১ রানে ফিরে যান স্টোকস।
১৭৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। সেই চাপ কাটিয়ে নেন রুট এবং বেয়ারস্টো। রুট হাফ সেঞ্চুরি করেন ৭৪ বলে। বেয়ারস্টোর লাগে ৫৮ বল। দুজন মিলে গড়েন ১২১ রানের জুটি। দলকে তিনশর কাছে নিয়ে লায়নের বলে স্টাম্পড হয়ে ফেরেন বেয়ারস্টো।
ফেরার আগে ৭৮ বলে ১২ চারে ৭৮ রান করেন তিনি। অবসর ভেঙে ফেরা মইন আলীও বেশীক্ষণ টিকতে পারেননি। ১৭ বলে ২ চার ও এক ছক্কায় ১৮ রান করে তিনিও ফেরেন লায়নের বলে স্টাম্পড হয়ে।
দেখেশুনে খেলতে খেলতে সেঞ্চুরি পেয়ে যান রুট। স্টোকস যখন আচমকা ইনিংস ঘোষণা করেন তখন ১৫২ বলে ১১৮ রানে ছিলেন রুট। সাতটি চার ও চারটি ছক্কা ছিল তার এই ইনিংসে। শেষদিকে ব্রড ১৬ এবং অলি রবিনসন অপরাজিত ১৭ রান করেন। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া পিছিয়ে আছে ৩৭৯ রানে।